স্বর্গোদ্যান
শত পথ শত মত, উত্তাল রাজ পথ।
নয় কোন কোন্দল, কাঙ্ক্ষিত মঙ্গল।
দুর্নীতি রপ্ত, জাতি অভিশপ্ত।
অসহ্য যন্ত্রণা, বিদ্বেষী মন্ত্রনা।
দুর্নীতি সম্বল, সকলের অমঙ্গল।
সম্মুখে শান্তনা, অন্তরে যন্ত্রণা।
পুণ্যের শক্তি, সদা চায় মুক্তি।
রুখে দিতে অন্যায়, আত্মার প্রত্যয়।
দাম্ভিক বিদ্রোহ, কুকথার সমারোহ।
আপ্রাণ এ শপথ, নিরাপদ রাজপথ।
প্রাণ ভরা সংশয়, ক্রোধে করে অন্যায়।
স্বজনের রক্ত, মেখে পাকাপোক্ত।
ঠেলে বিভ্রান্তি, অনাগত শান্তি।
শিঘ্রই আসবে, ক্ষমতার দম্ভে।
দুর্নীতির ভক্ত, ঝরে তার রক্ত।
সম্মুখে বলিদান, হবে স্বর্গোদ্যান।
অশান্ত জল্পনা, একত্রে সমমনা।
নয় প্রাণ ভিক্ষা, মোক্ষম শিক্ষা।
দূর হোক বিভ্রম, উত্থিত সংযম।
স্বর্গীয় শান্তি, দূরীভূত ক্লান্তি।
নয় কোন কোন্দল, কাঙ্ক্ষিত মঙ্গল।
দুর্নীতি রপ্ত, জাতি অভিশপ্ত।
অসহ্য যন্ত্রণা, বিদ্বেষী মন্ত্রনা।
দুর্নীতি সম্বল, সকলের অমঙ্গল।
সম্মুখে শান্তনা, অন্তরে যন্ত্রণা।
পুণ্যের শক্তি, সদা চায় মুক্তি।
রুখে দিতে অন্যায়, আত্মার প্রত্যয়।
দাম্ভিক বিদ্রোহ, কুকথার সমারোহ।
আপ্রাণ এ শপথ, নিরাপদ রাজপথ।
প্রাণ ভরা সংশয়, ক্রোধে করে অন্যায়।
স্বজনের রক্ত, মেখে পাকাপোক্ত।
ঠেলে বিভ্রান্তি, অনাগত শান্তি।
শিঘ্রই আসবে, ক্ষমতার দম্ভে।
দুর্নীতির ভক্ত, ঝরে তার রক্ত।
সম্মুখে বলিদান, হবে স্বর্গোদ্যান।
অশান্ত জল্পনা, একত্রে সমমনা।
নয় প্রাণ ভিক্ষা, মোক্ষম শিক্ষা।
দূর হোক বিভ্রম, উত্থিত সংযম।
স্বর্গীয় শান্তি, দূরীভূত ক্লান্তি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়েজ উল্লাহ রবি ০৩/০৮/২০১৮অপূর্ব*