সর্বহারা বার্ধক্য
অর্থ বিত্তে জীবন যখন
ছিল অনেক সুখের,
চারি পাশে ছিল না অভাব
তোষামোদ করা লোকের।
বেদনাসিক্ত অন্তর আমার
পুড়ে হয়েছে ছাই,
অসহনীয় সে যন্ত্রনা
দেখার কেহ নাই।
যেদিন থেকে বার্ধক্য
কাঁধে করেছে ভর,
বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী
সব হয়েছে পর।
দিন রাত্রি একত্র করে
লালন করেছি যাদের,
একটি পলক দেখতে আসার
সময় নেই আজ তাদের।
পরিচর্যার ফলবান গাছ
আগাছা হয়েছে আজ,
তাইতো আমার পরিচয় দিতে
পাচ্ছে ওরা লাজ।
সহযোগিতা চাইতে আসা
প্রিয় বন্ধু গুলি,
সবাই একই পথের পথিক
কেউ গিয়েছে চলি।
জীবন সাথী সহধর্মিণী
সেও বা কম যায় কিসে,
নারীর আরেক রূপ দেখেছি
শেষ বয়সে এসে।
বার্ধক্যের যাঁতাকলে
মারছে আমায় পিষে,
আমার কষ্টে জমানো টাকায়
আমায় ওরা পোষে।
দোয়া করি সবার জন্য
এমন যেন হয়,
বার্ধক্য ছোয়ার আগে
মরণ ভাগ্যে রয়।
শেষ প্রান্তে ঘরের কোনে
পড়ে আছে যারা,
তারা শুধু বৃদ্ধ নয় গো
শান্ত সর্বহারা।
ছিল অনেক সুখের,
চারি পাশে ছিল না অভাব
তোষামোদ করা লোকের।
বেদনাসিক্ত অন্তর আমার
পুড়ে হয়েছে ছাই,
অসহনীয় সে যন্ত্রনা
দেখার কেহ নাই।
যেদিন থেকে বার্ধক্য
কাঁধে করেছে ভর,
বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী
সব হয়েছে পর।
দিন রাত্রি একত্র করে
লালন করেছি যাদের,
একটি পলক দেখতে আসার
সময় নেই আজ তাদের।
পরিচর্যার ফলবান গাছ
আগাছা হয়েছে আজ,
তাইতো আমার পরিচয় দিতে
পাচ্ছে ওরা লাজ।
সহযোগিতা চাইতে আসা
প্রিয় বন্ধু গুলি,
সবাই একই পথের পথিক
কেউ গিয়েছে চলি।
জীবন সাথী সহধর্মিণী
সেও বা কম যায় কিসে,
নারীর আরেক রূপ দেখেছি
শেষ বয়সে এসে।
বার্ধক্যের যাঁতাকলে
মারছে আমায় পিষে,
আমার কষ্টে জমানো টাকায়
আমায় ওরা পোষে।
দোয়া করি সবার জন্য
এমন যেন হয়,
বার্ধক্য ছোয়ার আগে
মরণ ভাগ্যে রয়।
শেষ প্রান্তে ঘরের কোনে
পড়ে আছে যারা,
তারা শুধু বৃদ্ধ নয় গো
শান্ত সর্বহারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৬/০৪/২০১৮বেশ লিখেছেন, ধন্যবাদ!
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৪/২০১৮সুন্দর!