স্বপ্নে পৃথিবী ভ্রমন
মোহনীয় লাবণ্য
প্রাঞ্জল ভাষা,
নমনীয় চলনে
গড়নের ধরনে;
মুক্তঝরা হাসিতে
ঝরে বরষা।
ঝলকায় রুপ তাঁর
যেন ক্ষনে ক্ষনে,
বিজলির ঝলকের
মত এই প্রাণে।
জলহীন প্রানহীন
মৃতপ্রায় নদী,
দ্বিতীয় প্রাণ পায়
সে চায় যদি।
নব উদ্যমেতে
দ্রুত বয়ে যায়,
পথ হারা পথিক ও
পথ খুঁজে পায়।
কেউ বলে অপ্সরী
কেউ বলে হুর,
দ্যাখে তাঁর ছায়া চোখ
যায় যতদূর।
লাবণ্যময়ী সে
নামে যখনি,
ফাগুনের বানে ভাসে
এই ধরণী।
কোকিলের কুহু ডাকে
ভরে যায় প্রাণ,
খুশী মনে পাল তুলে
মাঝি গায় গান।
পাখীদের কলরবে
ফুলেদের উৎসবে,
যেন এক নব সাঁজে
সাঁজে এই ধরা;
সেই সুখ ভোগ করে
প্রকৃতিও সুখে মরে
উড়ন্ত মেঘ হয় আত্মহারা।
তখনও সে মরে লাজে
মিলনের সূর বাজে,
শীতল পরশ পায়
ভরে যায় মন;
রাত শেষে দিন হয়
ঘুমেতে বিভোর রয়
যেন স্বপ্নে করে
পৃথিবী ভ্রমন।
প্রাঞ্জল ভাষা,
নমনীয় চলনে
গড়নের ধরনে;
মুক্তঝরা হাসিতে
ঝরে বরষা।
ঝলকায় রুপ তাঁর
যেন ক্ষনে ক্ষনে,
বিজলির ঝলকের
মত এই প্রাণে।
জলহীন প্রানহীন
মৃতপ্রায় নদী,
দ্বিতীয় প্রাণ পায়
সে চায় যদি।
নব উদ্যমেতে
দ্রুত বয়ে যায়,
পথ হারা পথিক ও
পথ খুঁজে পায়।
কেউ বলে অপ্সরী
কেউ বলে হুর,
দ্যাখে তাঁর ছায়া চোখ
যায় যতদূর।
লাবণ্যময়ী সে
নামে যখনি,
ফাগুনের বানে ভাসে
এই ধরণী।
কোকিলের কুহু ডাকে
ভরে যায় প্রাণ,
খুশী মনে পাল তুলে
মাঝি গায় গান।
পাখীদের কলরবে
ফুলেদের উৎসবে,
যেন এক নব সাঁজে
সাঁজে এই ধরা;
সেই সুখ ভোগ করে
প্রকৃতিও সুখে মরে
উড়ন্ত মেঘ হয় আত্মহারা।
তখনও সে মরে লাজে
মিলনের সূর বাজে,
শীতল পরশ পায়
ভরে যায় মন;
রাত শেষে দিন হয়
ঘুমেতে বিভোর রয়
যেন স্বপ্নে করে
পৃথিবী ভ্রমন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৩/০৪/২০১৮Bas nice