সঞ্জীবনী
কত ঘাটের জল খেয়েছো
হিসেব রাখোনি,
মিথ্যে অজুহাতে কারো
রক্ষা মেলেনি।
করছ যখন মাথা নত
প্রেমের প্রতি আবির্ভূত,
হৃদয় তোমার আবেগাপ্লুত
বুঝতে পারোনি।
শখের বশে কূলে এসে
ঢেউয়ের টানে গেছো ভেসে,
কিনারা হীন অথৈ সাগর
সঙ্গী সাথীর নাই সমাদর।
শুনো শুধু সকাল সাঝে
নিত্য যে সূর কানে বাজে,
কিনার জুড়ে আগমনের
করুণ প্রতিদ্ধনি।
কত শর্ত দিলে জুড়ে
ব্যাথায় নিল স্বপ্ন কেঁড়ে
কল্পনার সে বাসর গড়ে
সপ্নগুলো আছড়ে পড়ে।
জীবন জুড়ে মিথ্যে আশা
শুধুই মেকি ভালবাসা,
নিজ স্বার্থে সকল আশা
বাধন হারা সর্বনাশা।
তবু আশায় সপ্ন বুনে
ব্যথায় ভাসে ক্ষণে ক্ষণে,
ডুবে কভু দুঃখের বাণে
এটাই সবার সঞ্জিবনি।
হিসেব রাখোনি,
মিথ্যে অজুহাতে কারো
রক্ষা মেলেনি।
করছ যখন মাথা নত
প্রেমের প্রতি আবির্ভূত,
হৃদয় তোমার আবেগাপ্লুত
বুঝতে পারোনি।
শখের বশে কূলে এসে
ঢেউয়ের টানে গেছো ভেসে,
কিনারা হীন অথৈ সাগর
সঙ্গী সাথীর নাই সমাদর।
শুনো শুধু সকাল সাঝে
নিত্য যে সূর কানে বাজে,
কিনার জুড়ে আগমনের
করুণ প্রতিদ্ধনি।
কত শর্ত দিলে জুড়ে
ব্যাথায় নিল স্বপ্ন কেঁড়ে
কল্পনার সে বাসর গড়ে
সপ্নগুলো আছড়ে পড়ে।
জীবন জুড়ে মিথ্যে আশা
শুধুই মেকি ভালবাসা,
নিজ স্বার্থে সকল আশা
বাধন হারা সর্বনাশা।
তবু আশায় সপ্ন বুনে
ব্যথায় ভাসে ক্ষণে ক্ষণে,
ডুবে কভু দুঃখের বাণে
এটাই সবার সঞ্জিবনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আরিফুল মিয়া ২১/০৫/২০১৮ভালো লাগলো আপনার লেখা পাতায় আসবেন
-
কাজী জুবেরী মোস্তাক ২০/০৫/২০১৮অনিন্দ্য সুন্দর উপস্থাপন
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৫/২০১৮জীবন বিচিত্র!
-
আব্দুল হক ২০/০৫/২০১৮সত্য লিখেছেন।