সম্বোধন
খুব সস্তায় তবে কি জাতি বেঁচে দিলো যোগ্যতা?
আর কিনে নিলো বেশ চড়া দামে নির্লজ্জ নগ্নতা?
এক নদী লাল রক্ত দিয়ে দাসত্বই করল বরণ?
পাইনা খুঁজে ভাষা কি বলে করবো সম্মোধন!
লাঞ্ছিত আর বঞ্চিতদের অধিকার নিলো কেড়ে,
নিরপরাধকে কারাগারে রেখে অপরাধী দিলো ছেড়ে।
আকাশে বাতাসে চিৎকার শুধু রক্তে রাঙা শহর,
মুক্তি পাবার আকাঙ্ক্ষাতে জনতা গুনছে প্রহর।
নিষ্ঠুর তুমি কেড়ে নিয়েছো হাসি-খুশী শুভ দিন,
স্মৃতিগুলো শুধু হৃদয় গহীনে রয়ে গেছে অমলিন।
বীরের বেশে মনের আবেশে মেনে নিয়ে পরাজয়,
বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা শুধু মুখে মুখে শোভা পায়!
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছে শত কোটি জনতা,
স্বপ্নেও তারা আশাই করেনি এমন বর্বরতা!
লক্ষ শহীদ দিয়েছিল বলে প্রাণকে বিসর্জন,
আজ বাঙ্গালীর অন্তরে করে স্বাধীনতা বিচরণ।
বাস্তবতায় সেই স্বাধীনতা পেলাম আমরা কই?
স্বাধীন হয়েছি, স্বাধীন রয়েছি তবু তো স্বাধীন নই!
কৌশলে বেঁধে অবিচারে করো নাটকীয় প্রহসন,
পাইনা ভাষা কি বলে তোমায় করবো সন্মোধন!!
আর কিনে নিলো বেশ চড়া দামে নির্লজ্জ নগ্নতা?
এক নদী লাল রক্ত দিয়ে দাসত্বই করল বরণ?
পাইনা খুঁজে ভাষা কি বলে করবো সম্মোধন!
লাঞ্ছিত আর বঞ্চিতদের অধিকার নিলো কেড়ে,
নিরপরাধকে কারাগারে রেখে অপরাধী দিলো ছেড়ে।
আকাশে বাতাসে চিৎকার শুধু রক্তে রাঙা শহর,
মুক্তি পাবার আকাঙ্ক্ষাতে জনতা গুনছে প্রহর।
নিষ্ঠুর তুমি কেড়ে নিয়েছো হাসি-খুশী শুভ দিন,
স্মৃতিগুলো শুধু হৃদয় গহীনে রয়ে গেছে অমলিন।
বীরের বেশে মনের আবেশে মেনে নিয়ে পরাজয়,
বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা শুধু মুখে মুখে শোভা পায়!
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছে শত কোটি জনতা,
স্বপ্নেও তারা আশাই করেনি এমন বর্বরতা!
লক্ষ শহীদ দিয়েছিল বলে প্রাণকে বিসর্জন,
আজ বাঙ্গালীর অন্তরে করে স্বাধীনতা বিচরণ।
বাস্তবতায় সেই স্বাধীনতা পেলাম আমরা কই?
স্বাধীন হয়েছি, স্বাধীন রয়েছি তবু তো স্বাধীন নই!
কৌশলে বেঁধে অবিচারে করো নাটকীয় প্রহসন,
পাইনা ভাষা কি বলে তোমায় করবো সন্মোধন!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ২৬/১২/২০১৯ভালো লাগলো। লিখুন লিখতে থাকুন!
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৫/১২/২০১৯চমৎকার।
-
কল্পনা বিলাসী ২৫/১২/২০১৯অসাধারণ
-
ফয়জুল মহী ২৪/১২/২০১৯Excellent
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/১২/২০১৯চমৎকার লিখেছেন কবি
-
মোহাম্মদ ফারুক হোসাইন ২৩/১২/২০১৯সুন্দর
-
শাহীন রহমান (রুদ্র) ২৩/১২/২০১৯হুম