সম্মিলিত প্রতিবাদ
এক বিন্দু চাইনা বইতে
মিথ্যা পাপের বোঝা,
মানব না আর কোন ভাবেই
দোষ না করে সাজা।
সবাই মিলে এক হয়ে চাই
করতে প্রতিবাদ,
সইতে সইতে গেছে ভেঙে
ধৈর্য সহ্যের বাধ।
স্বাধীন আমার মাতৃভূমি
স্বাধীন জনগণ,
স্বাধীন ভাবে বলব কথা
বিষয় সাধরণ।
সত্য কথা বলা যদি
না হয় কোন পাপ,
সত্যবাদীর জন্য তবে
কেন অভিশাপ?
আইন কেমন করে হল
কতিপয়ের জন্য?
কীটপতঙ্গের মত ওরা
করছে মানুষ গণ্য!
এক হয়েছি সবাই এবার
সইব না আর আঘাত,
অত্যাচারীর বিরুদ্ধে
আজ সবার প্রতিবাদ।
মিথ্যা পাপের বোঝা,
মানব না আর কোন ভাবেই
দোষ না করে সাজা।
সবাই মিলে এক হয়ে চাই
করতে প্রতিবাদ,
সইতে সইতে গেছে ভেঙে
ধৈর্য সহ্যের বাধ।
স্বাধীন আমার মাতৃভূমি
স্বাধীন জনগণ,
স্বাধীন ভাবে বলব কথা
বিষয় সাধরণ।
সত্য কথা বলা যদি
না হয় কোন পাপ,
সত্যবাদীর জন্য তবে
কেন অভিশাপ?
আইন কেমন করে হল
কতিপয়ের জন্য?
কীটপতঙ্গের মত ওরা
করছে মানুষ গণ্য!
এক হয়েছি সবাই এবার
সইব না আর আঘাত,
অত্যাচারীর বিরুদ্ধে
আজ সবার প্রতিবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২৩/০৭/২০১৮Very nice poem
-
সামিন শুভ ১০/০৬/২০১৮Awesome
-
রবিউল হাসান ১০/০৬/২০১৮অসাধারন বিদ্রোহী কবিতা।নান্দনিক।মুগ্ধ হলাম।