সম্মান
সামলে রাখো ভাই
সামলে থাকো ভাই,
মান হারালে ফিরে পাবার
উপায় কিন্তু নাই।
চল আস্তে ধীরে
অতি যত্ন করে,
হায়েনারা চারিদিকে
আছে তোমার ঘিরে।
কষ্টে গড়া ধন
থাকে কিছু ক্ষণ,
সম্মান যত সামান্য হোক
থাকে আজীবন।
ন্যুনতম হেলা
অসৎ সঙ্গে চলা,
ভারসম্য নষ্ট হবার
হাজার ছলাকলা।
তাই বলি সাবধান
যদিও যায় প্রাণ,
লোক সমাজে থাকবে বেঁচে
সামান্য সম্মান।
সামলে থাকো ভাই,
মান হারালে ফিরে পাবার
উপায় কিন্তু নাই।
চল আস্তে ধীরে
অতি যত্ন করে,
হায়েনারা চারিদিকে
আছে তোমার ঘিরে।
কষ্টে গড়া ধন
থাকে কিছু ক্ষণ,
সম্মান যত সামান্য হোক
থাকে আজীবন।
ন্যুনতম হেলা
অসৎ সঙ্গে চলা,
ভারসম্য নষ্ট হবার
হাজার ছলাকলা।
তাই বলি সাবধান
যদিও যায় প্রাণ,
লোক সমাজে থাকবে বেঁচে
সামান্য সম্মান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মহিউদ্দিন রমজান ০৬/০৭/২০১৮দারুণ হয়েছে কবিতা টি