সফলতার চাবি
তোমার নিজের হাতের মুঠোয় সফলতার চাবি,
ইচ্ছা থাকলে সম্ভব হবে তোমার দ্বারা সবি।
পরিশ্রমী হতে পারলে সফল হওয়া যায়,
অলসতা ব্যর্থ হবার প্রধান অন্তরায়।
স্বপ্ন দেখে সময় গেলে করবে কখন কাজ?
কাল করবে না ভেবে তা, করে ফেল আজ।
ন্যুনতম অবহেলায় বিশাল সর্বনাশ,
আড়ষ্টতা, অলসতা পাঠাও পরবাস।
সফল হতে করতে হবে কঠোর পরিশ্রম,
সু-জন দিবে সুবুদ্ধিটা হলে মতিভ্রম।
কু-জন সদাই পাশে থাকে মারে পিছুটান,
বিবেক খাটাও বুদ্ধি চালাও পাবে পরিত্রাণ।
তোমার জীবন যুদ্ধ তোমার নিজের করতে হবে,
চলার পথে ভুল ধরবার অনেক মানুষ পাবে।
সঠিক পথটা যে জন দেখায় মান্য করবে তাঁকে,
আয় ফিরে আয় পেছন থেকে ডাকবে অনেক লোকে।
কারো কথায় কান না দিয়ে নিজের মত চলো,
পরিশ্রমী হও আর সদা সত্য কথা বলো।
ন্যায়ের পথে থাকলে তুমি করতে পারবে সবি,
বুঝবে তখন নিজের হাতেই সফলতার চাবি।
ইচ্ছা থাকলে সম্ভব হবে তোমার দ্বারা সবি।
পরিশ্রমী হতে পারলে সফল হওয়া যায়,
অলসতা ব্যর্থ হবার প্রধান অন্তরায়।
স্বপ্ন দেখে সময় গেলে করবে কখন কাজ?
কাল করবে না ভেবে তা, করে ফেল আজ।
ন্যুনতম অবহেলায় বিশাল সর্বনাশ,
আড়ষ্টতা, অলসতা পাঠাও পরবাস।
সফল হতে করতে হবে কঠোর পরিশ্রম,
সু-জন দিবে সুবুদ্ধিটা হলে মতিভ্রম।
কু-জন সদাই পাশে থাকে মারে পিছুটান,
বিবেক খাটাও বুদ্ধি চালাও পাবে পরিত্রাণ।
তোমার জীবন যুদ্ধ তোমার নিজের করতে হবে,
চলার পথে ভুল ধরবার অনেক মানুষ পাবে।
সঠিক পথটা যে জন দেখায় মান্য করবে তাঁকে,
আয় ফিরে আয় পেছন থেকে ডাকবে অনেক লোকে।
কারো কথায় কান না দিয়ে নিজের মত চলো,
পরিশ্রমী হও আর সদা সত্য কথা বলো।
ন্যায়ের পথে থাকলে তুমি করতে পারবে সবি,
বুঝবে তখন নিজের হাতেই সফলতার চাবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/১২/২০১৮nice
-
আশা মনি ১৭/১২/২০১৮সুন্দর topic তুলে ধরেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১২/২০১৮ভালো।