সিজদায় লুটে পড়ি
চলার পথে কত গুনাহ করে ফেলি হায়,
জীবনটা যে ক্ষণস্থায়ী হৃদয় ভুলে যায়!
ইহকালের লোভ আর মোহ অন্ধ করে দেয়,
আসলে এই জীবনটা তো আসল জীবন নয়!
সাময়িক এই জীবন হলো পরীক্ষাগার যেমন,
পরকালের প্রস্তুতি নেই করে মনের মতন।
সামনে যতই পড়ে থাকুক দামী মানিক রতন,
অর্থ বিত্ত তুচ্ছ ভাবী পথের ধুলো যেমন।
আমার হৃদয় কাড়ে না ওই অট্টালিকার সুখ,
রঙ বেরঙের সুধা পানেও তৃষিত রয় বুক।
আল্লাহ্ তায়ালার প্রশংসাতে হই যে পঞ্চমুখ,
তাতেই মাবুদ দূর করে দেন অন্তরের সব দুখ।
কোরআন তেলাওয়াতে আমার বক্ষ শীতল হয়,
সকল কর্ম যাই ভুলে যাই আযান যখন দেয়।
মসজিদে প্রবেশ করিলেই অন্তরটা জুড়ায়,
নামাজ শেষেও মসজিদেতে থাকার ইচ্ছা রয়।
জীবন আর জীবিকার মোহে বাইরে এসে পড়ি,
ইচ্ছাতে আর অনিচ্ছাতে পাপের পাহাড় গড়ি।
মুয়াজ্জিনের মধুর হাকে আবার কর্ম ছাড়ি,
পরকালে নাজাত পেতে সিজদায় লুটে পড়ি।
জীবনটা যে ক্ষণস্থায়ী হৃদয় ভুলে যায়!
ইহকালের লোভ আর মোহ অন্ধ করে দেয়,
আসলে এই জীবনটা তো আসল জীবন নয়!
সাময়িক এই জীবন হলো পরীক্ষাগার যেমন,
পরকালের প্রস্তুতি নেই করে মনের মতন।
সামনে যতই পড়ে থাকুক দামী মানিক রতন,
অর্থ বিত্ত তুচ্ছ ভাবী পথের ধুলো যেমন।
আমার হৃদয় কাড়ে না ওই অট্টালিকার সুখ,
রঙ বেরঙের সুধা পানেও তৃষিত রয় বুক।
আল্লাহ্ তায়ালার প্রশংসাতে হই যে পঞ্চমুখ,
তাতেই মাবুদ দূর করে দেন অন্তরের সব দুখ।
কোরআন তেলাওয়াতে আমার বক্ষ শীতল হয়,
সকল কর্ম যাই ভুলে যাই আযান যখন দেয়।
মসজিদে প্রবেশ করিলেই অন্তরটা জুড়ায়,
নামাজ শেষেও মসজিদেতে থাকার ইচ্ছা রয়।
জীবন আর জীবিকার মোহে বাইরে এসে পড়ি,
ইচ্ছাতে আর অনিচ্ছাতে পাপের পাহাড় গড়ি।
মুয়াজ্জিনের মধুর হাকে আবার কর্ম ছাড়ি,
পরকালে নাজাত পেতে সিজদায় লুটে পড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ মাইনুল ২০/০২/২০১৯অসাধারণ সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০২/২০১৯ধর্মপ্রেমের অনুপম চিত্র।
-
শামিম ইশতিয়াক ১৭/০২/২০১৯অসাধারণ
-
মুন্সি আব্দুল কাদির ১৭/০২/২০১৯ভাল লাগল কবি l জাযাকাল্লাহ
-
মুন্সি আব্দুল কাদির ১৭/০২/২০১৯ভাল লাগল লবি l