স্বপ্ন ভঙ্গ
যার গিয়েছে স্বপ্ন ভেঙে, তাঁর মনে কি কষ্ট,
কত রাত্রি নির্ঘুম কাটে, কারো কাছে তা স্পষ্ট?
এই পৃথিবীর কোনায় কোনায়, সে খুঁজে যায় বিশ্বাস,
মরার মতই বেঁচে থাকে, আছে বলে নিঃশ্বাস।
অন্ধের মতই দিন রাত্রি, সবই সমান মনে হয়,
ভাঙ্গা স্বপ্ন জোড়ার আশায়, পথের পানে চেয়ে রয়।
যার হয়েছে হৃদয় হনন, কেউ রাখেনা তাহার খোঁজ,
চোখের জলে দিন ভিজে যায়, আঁধার ঢাকা রাত্রি রোজ।
কেউ যেন তাঁর আঁধার ঘরের, ব্যথার কথা ভাবে না,
প্রাণ জুড়ে যে কি যন্ত্রণা, বুঝেও কেহ বোঝে না।
ভয়াল কষ্টে যায় ঢেকে যায়, আপন জনের শান্তনা,
স্বপ্ন ভঙ্গের স্মৃতি শুধু, বাড়ায় মনের যন্ত্রণা।
যে ভেঙেছে স্বপ্ন তাহার, আসে না আর সে ফিরে,
তবু তাকে দেবী করে, রেখে দেয় মন মন্দিরে।
যার কারণে সয় যাতনা, ভাবে না সে একটি বার,
স্বপ্ন ভঙ্গ হবার পরেও, স্বপ্ন নিয়ে বাঁচা তাঁর।
এই ভুবনের সবখানে সে, স্বপ্নকে খুঁজে বেড়ায়,
সৃষ্টি কর্তা না দিলে কি, খুঁজে কিছু পাওয়া যায়?
ধৈর্য হারা হয়ে আবার, কেউ হয়ে যায় নষ্ট,
সহ্য করা বড়ই কঠিন, স্বপ্ন ভাঙার কষ্ট।
কত রাত্রি নির্ঘুম কাটে, কারো কাছে তা স্পষ্ট?
এই পৃথিবীর কোনায় কোনায়, সে খুঁজে যায় বিশ্বাস,
মরার মতই বেঁচে থাকে, আছে বলে নিঃশ্বাস।
অন্ধের মতই দিন রাত্রি, সবই সমান মনে হয়,
ভাঙ্গা স্বপ্ন জোড়ার আশায়, পথের পানে চেয়ে রয়।
যার হয়েছে হৃদয় হনন, কেউ রাখেনা তাহার খোঁজ,
চোখের জলে দিন ভিজে যায়, আঁধার ঢাকা রাত্রি রোজ।
কেউ যেন তাঁর আঁধার ঘরের, ব্যথার কথা ভাবে না,
প্রাণ জুড়ে যে কি যন্ত্রণা, বুঝেও কেহ বোঝে না।
ভয়াল কষ্টে যায় ঢেকে যায়, আপন জনের শান্তনা,
স্বপ্ন ভঙ্গের স্মৃতি শুধু, বাড়ায় মনের যন্ত্রণা।
যে ভেঙেছে স্বপ্ন তাহার, আসে না আর সে ফিরে,
তবু তাকে দেবী করে, রেখে দেয় মন মন্দিরে।
যার কারণে সয় যাতনা, ভাবে না সে একটি বার,
স্বপ্ন ভঙ্গ হবার পরেও, স্বপ্ন নিয়ে বাঁচা তাঁর।
এই ভুবনের সবখানে সে, স্বপ্নকে খুঁজে বেড়ায়,
সৃষ্টি কর্তা না দিলে কি, খুঁজে কিছু পাওয়া যায়?
ধৈর্য হারা হয়ে আবার, কেউ হয়ে যায় নষ্ট,
সহ্য করা বড়ই কঠিন, স্বপ্ন ভাঙার কষ্ট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপক কুমার সরকার ০৮/১২/২০১৮বেশ ভালো কবি।
-
সাইফ রুদাদ ০৭/১২/২০১৮দারুণ
-
পি পি আলী আকবর ০৭/১২/২০১৮ভালো
-
এম ডি সবুজ ০৭/১২/২০১৮বাহ, চমৎকার প্রিয়
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১২/২০১৮ভালো লাগলো।