শুন্যতা
প্রশ্নবিদ্ধ অন্তর আমার,
পাইনা জবাব সচরাচর।
যন্ত্রণা বাড়ে অগোচর,
শত্রুবনে আজ সহচর।
অকৃতজ্ঞ বন্ধু স্বজন,
অহংকারী প্রাণের রোদন।
দুর্বলতার অংশগ্রহন,
চিত্তাকর্ষক প্রীতি ভোজন।
সফলতা সন্নিকটে,
হাজার স্বপ্ন স্মৃতি তটে।
মলিন মুখে হাসি ফোটে,
দিনটা শেষে কান্না জোটে।
ক্ষমা প্রার্থী করজোড়ে,
আছি বেঁচে স্বপ্ন গড়ে।
আকাঙ্ক্ষা আজ হৃদয় জুড়ে,
তবু সবাই যাচ্ছে ছেড়ে।
প্রাণের শ্রেষ্ঠ অভিজ্ঞতা,
অতি তুচ্ছ সে যোগ্যতা।
ভর করে রয় বিষণ্ণতা,
অসম্মতির এ শুন্যতা।
পাইনা জবাব সচরাচর।
যন্ত্রণা বাড়ে অগোচর,
শত্রুবনে আজ সহচর।
অকৃতজ্ঞ বন্ধু স্বজন,
অহংকারী প্রাণের রোদন।
দুর্বলতার অংশগ্রহন,
চিত্তাকর্ষক প্রীতি ভোজন।
সফলতা সন্নিকটে,
হাজার স্বপ্ন স্মৃতি তটে।
মলিন মুখে হাসি ফোটে,
দিনটা শেষে কান্না জোটে।
ক্ষমা প্রার্থী করজোড়ে,
আছি বেঁচে স্বপ্ন গড়ে।
আকাঙ্ক্ষা আজ হৃদয় জুড়ে,
তবু সবাই যাচ্ছে ছেড়ে।
প্রাণের শ্রেষ্ঠ অভিজ্ঞতা,
অতি তুচ্ছ সে যোগ্যতা।
ভর করে রয় বিষণ্ণতা,
অসম্মতির এ শুন্যতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৭/০৮/২০১৮চমৎকার! ধন্যবাদ বন্ধু ।
-
Tanju H ০৬/০৮/২০১৮চমৎকার!