সুখ পিয়াসী
অনেক বেশী বাড়াবাড়ি করে ফেলেছ তুমি
হয়তো তুমি বুঝতে পারো না
তোমার নজরে ধরা পড়ে না
তুমি ব্যতীত সবাই জানে জানে অন্তর্যামী।
তোমার জীবন সহজ করতে যত অভিযান
আরও বেশী কষ্ট দিয়েছে
ব্যাথায় নয়ন ভাসিয়েছে
হাজার চেষ্টা করেও তুমি পাওনি পরিত্রাণ।
তোমার চরিত্রে ছিল ত্রুটি
শুধু অপরকে দোষারোপ করে
দুঃখ দিলে কত অন্তরে
এই পৃথিবীর হাজার স্থানে করেছো ছোটাছুটি।
কততুকু হয়েছে লাভ?
অপবাদে ফাঁসিয়ে আমায়
অবৈধ ভাবে কাটিয়ে সময়
প্রতিনিয়ত করে গিয়েছ জীবনের উৎসব।
তুমি নিরিবিলি ভেবে দেখো
অর্থ বিত্তের মাঝে কিছু নাই
হৃদয়ের মাঝে পেতে হলে ঠাঁই
নিজের খুশী বিলাতে হয় কথাটা মনে রেখো।
হয়তো তুমি বুঝতে পারো না
তোমার নজরে ধরা পড়ে না
তুমি ব্যতীত সবাই জানে জানে অন্তর্যামী।
তোমার জীবন সহজ করতে যত অভিযান
আরও বেশী কষ্ট দিয়েছে
ব্যাথায় নয়ন ভাসিয়েছে
হাজার চেষ্টা করেও তুমি পাওনি পরিত্রাণ।
তোমার চরিত্রে ছিল ত্রুটি
শুধু অপরকে দোষারোপ করে
দুঃখ দিলে কত অন্তরে
এই পৃথিবীর হাজার স্থানে করেছো ছোটাছুটি।
কততুকু হয়েছে লাভ?
অপবাদে ফাঁসিয়ে আমায়
অবৈধ ভাবে কাটিয়ে সময়
প্রতিনিয়ত করে গিয়েছ জীবনের উৎসব।
তুমি নিরিবিলি ভেবে দেখো
অর্থ বিত্তের মাঝে কিছু নাই
হৃদয়ের মাঝে পেতে হলে ঠাঁই
নিজের খুশী বিলাতে হয় কথাটা মনে রেখো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২০/০৫/২০১৮বেশ সত্য লিখেছেন।
-
পবিত্র চক্রবর্তী ২০/০৫/২০১৮ভালো লাগলো