স্বর্গাপ্সরী
হঠাৎ প্রথম থমকে গেছি
কাউকে দেখার পর,
পরাণ যেন চমকে গিয়ে
ছাড়ল দেহের ঘর।
মৃদু হাওয়ায় উড়লো ও চুল
ফিরল আচল তুলে,
হতভম্ব দাঁড়িয়ে রইলাম
নাম ঠিকানা ভুলে।
স্বর্গ হতে অপ্সরী কি
আসলো ভবে নেমে?
ভাবতে ভাবতে শীতের দিনেও
যাচ্ছি ভিজে ঘেমে।
এক পলকের বেশী তাঁর ওই
চোখে রেখে চোখ,
দাঁড়িয়ে থাকবে সম্মুখপানে
কোথায় এমন লোক?
সন্দেহ হয় ভীষণ সে কি
মানুষ নাকি পরী?
বর্ণনাতীত সুন্দরী সে
স্বর্গের অপ্সরী।
কাউকে দেখার পর,
পরাণ যেন চমকে গিয়ে
ছাড়ল দেহের ঘর।
মৃদু হাওয়ায় উড়লো ও চুল
ফিরল আচল তুলে,
হতভম্ব দাঁড়িয়ে রইলাম
নাম ঠিকানা ভুলে।
স্বর্গ হতে অপ্সরী কি
আসলো ভবে নেমে?
ভাবতে ভাবতে শীতের দিনেও
যাচ্ছি ভিজে ঘেমে।
এক পলকের বেশী তাঁর ওই
চোখে রেখে চোখ,
দাঁড়িয়ে থাকবে সম্মুখপানে
কোথায় এমন লোক?
সন্দেহ হয় ভীষণ সে কি
মানুষ নাকি পরী?
বর্ণনাতীত সুন্দরী সে
স্বর্গের অপ্সরী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৯/১২/২০১৮অপূর্ব ...
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/১২/২০১৮valo
-
সাইয়িদ রফিকুল হক ০৭/১২/২০১৮ভালো।
-
ইবনে মিজান ০৭/১২/২০১৮সুন্দর