সর্বত্র তুমি
সত্ত্বায় তুমি আত্মায় তুমি, তুমি নিরাপত্তায়,
রঞ্জিত তুমি অংকিত তুমি, দূরীভূত সংশয়।
উদ্যম তুমি উত্তম তুমি, উত্তেজনা প্রাণপণ,
স্নেহময় তুমি মহিমায় তুমি, তুমি বুকে স্পন্দন।
প্রশ্রয় তুমি প্রত্যয় তুমি দৃঢ়তায় প্রতিজ্ঞ,
অগ্রজ তুমি কারুকাজ তুমি শ্রেষ্ঠতায় অভিজ্ঞ।
শান্তনা তুমি মন্ত্রণা তুমি, তুমিই উত্তেজনা,
সরলতা তুমি উষ্ণতা তুমি হটাও কুমন্ত্রণা।
উত্তাল তুমি শৃঙ্খল তুমি, তুমি মহামূল্য,
নাই কিছু নাই ত্রিভুবনে তোমার সমতুল্য।
প্রতিবাদ তুমি প্রতিঘাত তুমি, তোমাতেই আসক্ত,
দুর্বার তুমি সহচর তুমি তুমিই উপযুক্ত।
মনোবল তুমি অবিচল তুমি, তুমিময় সর্বত্র,
তোমার মাঝে পাই খুঁজে পাই বেঁচে থাকার সূত্র।
উত্থিত তুমি কাঙ্ক্ষিত তুমি তোমাতে উৎসর্গ,
তোমার জন্য অন্তর জুড়ে সাজাই প্রীতি অর্ঘ।
নিঃশ্বাস তুমি বিশ্বাস তুমি ধ্বংসলীলার প্রান্তে,
সহমত তুমি সহজাত তুমি অন্তরের অজান্তে।
উল্লাস তুমি উচ্ছ্বাস তুমি, তুমি দিবাস্বপ্ন,
কামনায় তুমি যাতনায় তুমি, তোমাতেই ধরা মগ্ন।
রঞ্জিত তুমি অংকিত তুমি, দূরীভূত সংশয়।
উদ্যম তুমি উত্তম তুমি, উত্তেজনা প্রাণপণ,
স্নেহময় তুমি মহিমায় তুমি, তুমি বুকে স্পন্দন।
প্রশ্রয় তুমি প্রত্যয় তুমি দৃঢ়তায় প্রতিজ্ঞ,
অগ্রজ তুমি কারুকাজ তুমি শ্রেষ্ঠতায় অভিজ্ঞ।
শান্তনা তুমি মন্ত্রণা তুমি, তুমিই উত্তেজনা,
সরলতা তুমি উষ্ণতা তুমি হটাও কুমন্ত্রণা।
উত্তাল তুমি শৃঙ্খল তুমি, তুমি মহামূল্য,
নাই কিছু নাই ত্রিভুবনে তোমার সমতুল্য।
প্রতিবাদ তুমি প্রতিঘাত তুমি, তোমাতেই আসক্ত,
দুর্বার তুমি সহচর তুমি তুমিই উপযুক্ত।
মনোবল তুমি অবিচল তুমি, তুমিময় সর্বত্র,
তোমার মাঝে পাই খুঁজে পাই বেঁচে থাকার সূত্র।
উত্থিত তুমি কাঙ্ক্ষিত তুমি তোমাতে উৎসর্গ,
তোমার জন্য অন্তর জুড়ে সাজাই প্রীতি অর্ঘ।
নিঃশ্বাস তুমি বিশ্বাস তুমি ধ্বংসলীলার প্রান্তে,
সহমত তুমি সহজাত তুমি অন্তরের অজান্তে।
উল্লাস তুমি উচ্ছ্বাস তুমি, তুমি দিবাস্বপ্ন,
কামনায় তুমি যাতনায় তুমি, তোমাতেই ধরা মগ্ন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৪/২০১৯ভালো।
-
আব্দুল হক ১৬/০৪/২০১৯বেশ , ধন্যবাদ!
-
আশা মনি ১৬/০৪/২০১৯nice poem!