স্বপ্নের ফেরিওয়ালা
আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন বিক্রি করি,
যে স্বপ্নকে কেন্দ্র করে যুদ্ধ প্রলয়ঙ্করী।
বক্ষে পোষণ করতে তারে দেহ অন্তর উজাড়,
নতুনত্বে পরিপূর্ণ প্রাণবন্ত অনড়।
দেশান্তরে অবিরত ছুটছি তাড়নায়,
সম্মুখেতে উত্থাপিত বিস্মিত বিস্ময়।
আলিঙ্গনের সুপ্ত আশা প্রানেতে সঞ্চিত,
আপনমনে বুনে তারে রেখেছি গচ্ছিত।
আহা স্বপ্ন দারুন স্বপ্ন বোঝে প্রাণের ভাষা,
সমাধানে সজ্জিত সে হাজারো জিজ্ঞাসা।
বস্তাবন্দী জ্ঞানের বাতি ভেজা খড়েও জ্বলে,
বাস্তবে রুপ নিতে স্বপ্ন মোমের মত গলে।
স্বপ্ন বেঁচে পরিচ্ছন্ন নগরের জঞ্জাল,
আদর স্নেহে পরিণত বিগ্রহ উত্তাল।
হিংসা বিদ্বেষ রেষারেষি স্বপ্নে ভূলুণ্ঠিত,
স্বর্গ সুখে ভরতে ভুবন সর্বদা উদ্যত।
স্বপ্ন শুধুই স্বপ্ন নয়তো প্রাণের প্রতিচ্ছবি,
স্বপ্ন নিয়ে উদিত হয় অস্তমিত রবি।
আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন বেঁচে বেড়াই,
দুঃস্বপ্নের উপস্থিতি অদৃষ্টের দোহাই।
যে স্বপ্নকে কেন্দ্র করে যুদ্ধ প্রলয়ঙ্করী।
বক্ষে পোষণ করতে তারে দেহ অন্তর উজাড়,
নতুনত্বে পরিপূর্ণ প্রাণবন্ত অনড়।
দেশান্তরে অবিরত ছুটছি তাড়নায়,
সম্মুখেতে উত্থাপিত বিস্মিত বিস্ময়।
আলিঙ্গনের সুপ্ত আশা প্রানেতে সঞ্চিত,
আপনমনে বুনে তারে রেখেছি গচ্ছিত।
আহা স্বপ্ন দারুন স্বপ্ন বোঝে প্রাণের ভাষা,
সমাধানে সজ্জিত সে হাজারো জিজ্ঞাসা।
বস্তাবন্দী জ্ঞানের বাতি ভেজা খড়েও জ্বলে,
বাস্তবে রুপ নিতে স্বপ্ন মোমের মত গলে।
স্বপ্ন বেঁচে পরিচ্ছন্ন নগরের জঞ্জাল,
আদর স্নেহে পরিণত বিগ্রহ উত্তাল।
হিংসা বিদ্বেষ রেষারেষি স্বপ্নে ভূলুণ্ঠিত,
স্বর্গ সুখে ভরতে ভুবন সর্বদা উদ্যত।
স্বপ্ন শুধুই স্বপ্ন নয়তো প্রাণের প্রতিচ্ছবি,
স্বপ্ন নিয়ে উদিত হয় অস্তমিত রবি।
আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন বেঁচে বেড়াই,
দুঃস্বপ্নের উপস্থিতি অদৃষ্টের দোহাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৫/০৭/২০১৮চমৎকার স্বপ্ন বিকিকিনি
-
মোবারক হোসেন ২৫/০৭/২০১৮কবিতা হোক আগামীর