সংকল্প
সংকল্প আমি করেছি এবার
যাবোই যাবো ভুলে,
আমার একাকী ভাবনার মাঝে
স্মৃতি আনবনা তুলে!
মন প্রাণ থেকে ঝেড়ে ফেলে দেবো
আবেগের যত কথা,
হয়তো তাতে সইতে হবে
পাহাড় সমান ব্যথা!
সেটাই ভালো একাকীত্বকে
করে যাবো উপভোগ,
রবেনা সেখানে সকাল সন্ধ্যা
নানা প্রকার অভিযোগ।
মতের অমিল রবেনা সেখানে
থাকবেনা কোন বিরোধ,
প্রাণের বিরুদ্ধে গড়ে তুলেছি
ব্যাপক প্রতিরোধ।
মিথ্যা প্রেমের অভিনয়ের
থাকবেনা ছলনা,
সংকল্প আমি করেছি এবার
আর বাঁধা দিও না।
এ সংকল্প নয় প্রচেষ্টা
অনাগত সুখ পাবার,
পরাধীনতার কারাগার হতে
প্রাণকে মুক্তি দেবার।
যাবোই যাবো ভুলে,
আমার একাকী ভাবনার মাঝে
স্মৃতি আনবনা তুলে!
মন প্রাণ থেকে ঝেড়ে ফেলে দেবো
আবেগের যত কথা,
হয়তো তাতে সইতে হবে
পাহাড় সমান ব্যথা!
সেটাই ভালো একাকীত্বকে
করে যাবো উপভোগ,
রবেনা সেখানে সকাল সন্ধ্যা
নানা প্রকার অভিযোগ।
মতের অমিল রবেনা সেখানে
থাকবেনা কোন বিরোধ,
প্রাণের বিরুদ্ধে গড়ে তুলেছি
ব্যাপক প্রতিরোধ।
মিথ্যা প্রেমের অভিনয়ের
থাকবেনা ছলনা,
সংকল্প আমি করেছি এবার
আর বাঁধা দিও না।
এ সংকল্প নয় প্রচেষ্টা
অনাগত সুখ পাবার,
পরাধীনতার কারাগার হতে
প্রাণকে মুক্তি দেবার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ১৪/১০/২০১৮বিরহ
-
সোহরাব রিপন ১৪/১০/২০১৮sndr
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৪/১০/২০১৮সুন্দর কবিতা
-
লিসেদ মিয়া ১৪/১০/২০১৮nice