সঙ্গী
একাকীত্ব সঙ্গ দিয়েছে
বলেই আছি বেঁচে,
যা কিছু চাওয়ার ছিল এ আমার
এই ভূবনের কাছে।
সব গিয়েছে মোহে ভেসে
নিঃস্ব এখন একা,
সুখের সাথে চলছে আড়ি
দুঃখ এখন সখা।
চলার পথে হোঁচট খেয়ে
হারিয়েছি আজ সব,
ব্যাথা বেদনা আমায় ঘিরে
করছে তাই উৎসব।
সামান্য ভূল কেড়ে নিলে
সারা জীবনের সুখ,
হৃদয় জানে এই জীবনের
দাম থাকে কতটুক।
সব রয়েছে চারি পাশে
হৃদয় তবু খালি,
সত্যিকারের সঙ্গী খুজতে
একলা আজো চলি।
বলেই আছি বেঁচে,
যা কিছু চাওয়ার ছিল এ আমার
এই ভূবনের কাছে।
সব গিয়েছে মোহে ভেসে
নিঃস্ব এখন একা,
সুখের সাথে চলছে আড়ি
দুঃখ এখন সখা।
চলার পথে হোঁচট খেয়ে
হারিয়েছি আজ সব,
ব্যাথা বেদনা আমায় ঘিরে
করছে তাই উৎসব।
সামান্য ভূল কেড়ে নিলে
সারা জীবনের সুখ,
হৃদয় জানে এই জীবনের
দাম থাকে কতটুক।
সব রয়েছে চারি পাশে
হৃদয় তবু খালি,
সত্যিকারের সঙ্গী খুজতে
একলা আজো চলি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ২৫/০৫/২০১৮কবিতাটা বেশ করে সাজিয়েছেন।এটাকে নিয়ে আরেক দফা ভাবুন দেখবেন অনেক কিছু এটা থেকে বেড়িয়ে আসবে।খুব সুন্দর লিখনি।
-
কে. পাল ২৫/০৫/২০১৮Valo
-
জয় দেবনাথ ২৪/০৫/২০১৮তাই হোক
-
তরুণ কান্তি ২৪/০৫/২০১৮সুখ ক্ষণিকের ,সেকারণে দুঃখ সাথি হবেই ।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৫/২০১৮আচ্ছা। তা-ই হোক।