সংঘাতময় জীবন
সংঘাতময় এই জীবনে যখন নিজের প্রয়োজনে
ব্যর্থ প্রাণের প্রেমের টানে ছেড়েছি এই ঘর,
অনাচারী মানসিকতা অন্ধকারের বিষণ্ণতা
আপন হতে আপনাকে করছে যেন পর।
উদারতা ছিল বলে সাচ্ছ্যন্দে খুশীর ছলে
বিপর্যস্ত করল আমায় দুঃখের আগ্রাসন,
কাকতালীয় ভাবনাগুলো নয়ন দুটি ভিজিয়ে দিল
দুটি দেহ দুটি প্রান্তে এক যদিও মন।
কষ্ট ডাকে দু হাত মেলে প্রিয় জনের সঙ্গ পেলে
জেগে ওঠে হৃদয় মাঝে বিবেক বোধের লাজ,
আড়াল হতে ভালবাসা কভূ কান্না কভূ হাসা
জীবন জুড়ে আচ্ছাদিত নিপুণ কারুকাজ।
সব পেরিয়ে আবার ছুটে মৃদু হাসি নিয়ে ঠোটে
নাই জানা নাই কোন সে ভয়ে মনের দুঃখ ঢেকে,
মনের মাঝে গভীর মায়া প্রেমে পেল শীতল ছায়া
খুশীর পরশ বুলিয়ে দিতে নিল কাছে ডেকে।
অগ্নিগিরির মত জ্বলে তবু হাসি খুশীর ছলে
হাসি মুখে মেনে নিতে কঠিন পরাজয়,
ফিরে এসে প্রিয়ার কোলে মনের যত কষ্ট ভোলে
সারাক্ষণই চোখে ভাসে জীবন সংঘাতময়।
ব্যর্থ প্রাণের প্রেমের টানে ছেড়েছি এই ঘর,
অনাচারী মানসিকতা অন্ধকারের বিষণ্ণতা
আপন হতে আপনাকে করছে যেন পর।
উদারতা ছিল বলে সাচ্ছ্যন্দে খুশীর ছলে
বিপর্যস্ত করল আমায় দুঃখের আগ্রাসন,
কাকতালীয় ভাবনাগুলো নয়ন দুটি ভিজিয়ে দিল
দুটি দেহ দুটি প্রান্তে এক যদিও মন।
কষ্ট ডাকে দু হাত মেলে প্রিয় জনের সঙ্গ পেলে
জেগে ওঠে হৃদয় মাঝে বিবেক বোধের লাজ,
আড়াল হতে ভালবাসা কভূ কান্না কভূ হাসা
জীবন জুড়ে আচ্ছাদিত নিপুণ কারুকাজ।
সব পেরিয়ে আবার ছুটে মৃদু হাসি নিয়ে ঠোটে
নাই জানা নাই কোন সে ভয়ে মনের দুঃখ ঢেকে,
মনের মাঝে গভীর মায়া প্রেমে পেল শীতল ছায়া
খুশীর পরশ বুলিয়ে দিতে নিল কাছে ডেকে।
অগ্নিগিরির মত জ্বলে তবু হাসি খুশীর ছলে
হাসি মুখে মেনে নিতে কঠিন পরাজয়,
ফিরে এসে প্রিয়ার কোলে মনের যত কষ্ট ভোলে
সারাক্ষণই চোখে ভাসে জীবন সংঘাতময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৬/২০১৮ভালো।
-
রবিউল হাসান ০৬/০৬/২০১৮দারুন,ভালো লাগলো।