শক্তি
ভয়কে শোষণ করে আরো বড় শক্তিশালী হতে চাও
তাই তুমি নিজের কাছে নিজেই বড় শত্রু,
পৃথিবীকে নিয়ে ভাবনার কিছু নেই
সে ঘুরছে ঘুরবে নিজের কক্ষপথে সেই প্রাচীন নিয়মেই।
কল্যাণের ওজুহাতে স্বার্থের এ যুদ্ধ
সৃষ্টি করেছে ভয়াবহ কুণ্ডলীর,
সবাই ব্যস্ত নিজেকে নিয়ে
এই ব্যস্ততাই হতাশ করে নিজেকে নিজেই।
সত্যতার বহিঃপ্রকাশ মানেই
নির্মমভাবে নির্যাতিত হবার আশঙ্কা,
তাই অভিনন্দন যারা শক্তি শোষণ করে
আর সংরক্ষণ করে আরও শক্তিশালী হতে।
অন্যথায় শক্তি নিজেই একদিন
হয়তো ধ্বংস করে ফেলত নিজেকে,
অর্থহীন উপায় খোঁজার চেয়ে
নিরুপায় হয়ে বসে থাকা যথেষ্ট শক্তির সঞ্চার করে।
তাই তুমি নিজের কাছে নিজেই বড় শত্রু,
পৃথিবীকে নিয়ে ভাবনার কিছু নেই
সে ঘুরছে ঘুরবে নিজের কক্ষপথে সেই প্রাচীন নিয়মেই।
কল্যাণের ওজুহাতে স্বার্থের এ যুদ্ধ
সৃষ্টি করেছে ভয়াবহ কুণ্ডলীর,
সবাই ব্যস্ত নিজেকে নিয়ে
এই ব্যস্ততাই হতাশ করে নিজেকে নিজেই।
সত্যতার বহিঃপ্রকাশ মানেই
নির্মমভাবে নির্যাতিত হবার আশঙ্কা,
তাই অভিনন্দন যারা শক্তি শোষণ করে
আর সংরক্ষণ করে আরও শক্তিশালী হতে।
অন্যথায় শক্তি নিজেই একদিন
হয়তো ধ্বংস করে ফেলত নিজেকে,
অর্থহীন উপায় খোঁজার চেয়ে
নিরুপায় হয়ে বসে থাকা যথেষ্ট শক্তির সঞ্চার করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৪/২০১৮ভালো।
-
সায়েম মুর্শেদ ২৮/০৪/২০১৮সভ্যতার অসন্তোষ