শেষ ভাল যার সব ভাল তার
শেষ ভাল যার সব ভাল তার এমন কথা বলে,
স্বপ্ন দেখতে বাধ্য সকলেই যায় চলে।
আবার কবে দেখা হবে জানা নেই তা কারো,
ভাগ্য তুমি এমন নিঠুর কেমনে হতে পারো?
হাজার বছর ধরে চলা একই নিয়ম নীতি,
হঠাৎ ভেঙ্গে হৃদয় মাঝে ঠাই নিতে চায় ভীতি।
চিরতরে মুছে দিয়ে নিয়ম নীতির নাম,
এই ভূবনের ক্লান্ত দেহে ঝরছে ধোকার ঘাম।
সবাই যখন সুখের খোঁজে দুঃখ ছেড়ে পালায়,
তার দেখানো সুখস্বপ্ন নিদ্রা হতে জাগায়।
পরবর্তী পদক্ষেপের আশায় আশায় থেকে,
ধুকে ধুকে সইছে ব্যাথা আজো হাজার লোকে।
আবার কবে আসবে ফিরে প্রশ্ন সবার মনে,
পথের পানে চেয়ে অন্তর কাঁদে ক্ষণে ক্ষণে।
অতীত ভূলে বর্তমানকে গ্রহণ করা কঠিন,
লোক দেখানো হাসি মুখে হৃদয় সবার মলিন।
জীবন যত জটিল হয় ধৈর্য ততই বাড়ে,
মিথ্যা আশার বানী সবার সুখ শান্তি কাড়ে।
তবু সবার ব্যাথী হৃদয় আশায় আশায় রয়,
দুঃখ কষ্ট সয়ে যদি শেষটা ভাল হয়।
স্বপ্ন দেখতে বাধ্য সকলেই যায় চলে।
আবার কবে দেখা হবে জানা নেই তা কারো,
ভাগ্য তুমি এমন নিঠুর কেমনে হতে পারো?
হাজার বছর ধরে চলা একই নিয়ম নীতি,
হঠাৎ ভেঙ্গে হৃদয় মাঝে ঠাই নিতে চায় ভীতি।
চিরতরে মুছে দিয়ে নিয়ম নীতির নাম,
এই ভূবনের ক্লান্ত দেহে ঝরছে ধোকার ঘাম।
সবাই যখন সুখের খোঁজে দুঃখ ছেড়ে পালায়,
তার দেখানো সুখস্বপ্ন নিদ্রা হতে জাগায়।
পরবর্তী পদক্ষেপের আশায় আশায় থেকে,
ধুকে ধুকে সইছে ব্যাথা আজো হাজার লোকে।
আবার কবে আসবে ফিরে প্রশ্ন সবার মনে,
পথের পানে চেয়ে অন্তর কাঁদে ক্ষণে ক্ষণে।
অতীত ভূলে বর্তমানকে গ্রহণ করা কঠিন,
লোক দেখানো হাসি মুখে হৃদয় সবার মলিন।
জীবন যত জটিল হয় ধৈর্য ততই বাড়ে,
মিথ্যা আশার বানী সবার সুখ শান্তি কাড়ে।
তবু সবার ব্যাথী হৃদয় আশায় আশায় রয়,
দুঃখ কষ্ট সয়ে যদি শেষটা ভাল হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০১/০৭/২০১৮Very nice.