শান্তি ২
আজকের আনন্দ আগামীর কান্না,
সেই কান্নায় বয় শান্তির বন্যা।
বহমান সে নদী থেমে যায় কভু যদি,
কষ্টের অগ্নিতে জ্বলে প্রাণ নিরবধি।
আবেগি সত্ত্ব কড়া নাড়ে নিত্য,
যান্ত্রিক মিথ্যা গিলে ফেলে সত্য।
উগ্র মনোভাব দৈবাৎ উদ্ভব,
নম্রতা বিহনে সুখ অসম্ভব।
দুঃখী অদৃষ্ট ধন অবশিষ্ট,
অরণ্যে রোদনে আত্মা ক্লিষ্ট।
আশা বিক্ষুব্ধ সত্তার যুদ্ধ,
সাফল্য আনয়নে যাত্রা বিশুদ্ধ।
জীবনের প্রান্ত আজ বড় ক্লান্ত,
স্বার্থসিদ্ধিতে নীরবতা শান্ত।
কান্নার বিনিময়ে শান্তির উদ্ভব,
তার মানে এই নয় কান্নায় মেলে সব।
উল্লাসে জয়ধ্বনি নিন্দার টানাটানি,
কান্না থেমে যায় শুরু হয় কানাকানি।
টেনে ধরে অন্যায় রোধ করে প্রত্যয়
অবশেষে যুদ্ধে শান্তির জয় হয়।
সেই কান্নায় বয় শান্তির বন্যা।
বহমান সে নদী থেমে যায় কভু যদি,
কষ্টের অগ্নিতে জ্বলে প্রাণ নিরবধি।
আবেগি সত্ত্ব কড়া নাড়ে নিত্য,
যান্ত্রিক মিথ্যা গিলে ফেলে সত্য।
উগ্র মনোভাব দৈবাৎ উদ্ভব,
নম্রতা বিহনে সুখ অসম্ভব।
দুঃখী অদৃষ্ট ধন অবশিষ্ট,
অরণ্যে রোদনে আত্মা ক্লিষ্ট।
আশা বিক্ষুব্ধ সত্তার যুদ্ধ,
সাফল্য আনয়নে যাত্রা বিশুদ্ধ।
জীবনের প্রান্ত আজ বড় ক্লান্ত,
স্বার্থসিদ্ধিতে নীরবতা শান্ত।
কান্নার বিনিময়ে শান্তির উদ্ভব,
তার মানে এই নয় কান্নায় মেলে সব।
উল্লাসে জয়ধ্বনি নিন্দার টানাটানি,
কান্না থেমে যায় শুরু হয় কানাকানি।
টেনে ধরে অন্যায় রোধ করে প্রত্যয়
অবশেষে যুদ্ধে শান্তির জয় হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশা মনি ২২/০৭/২০১৮ভাল লিখেছেন।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২২/০৭/২০১৮ভালো কবিতা
-
জহির রহমান ২২/০৭/২০১৮কবিতাটি সুন্দর।
সব যুদ্ধে শান্তির জয় হয় না।
“কান্নার বিনিময়ে শান্তির উদ্ভব,
তার মানে এই নয় কান্নায় মেলে সব”
লাইন দুটো আকৃষ্ট করেছে।