শান্তি
দিঘির জলে নেয়ে গরম শিরনি খেয়ে,
দূর করেছি ভয় হবেই এবার জয়।
ছাগল দিলাম কেটে গরু পাইনি হাটে,
টাকা হাজার ছয় হবেই এবার জয়।
আসে শুধুই বাঁধা খাটাই যতই মেধা,
জীবন বিষ ময় করতেই হবে জয়।
সত্য কথা বলি ন্যায়ের পথে চলি,
বিষণ্ণতা কাটবে এবার দূর হয়েছে ভয়।
এটাই পীরের মাজার মুরিদ হাজার হাজার,
দরকার হলে আরো দেবো অভাব নেই তো টাকার।
সূরে সূরে গায় দোয়া দিয়ে যায়,
শান্তি ফিরে আসবে ঘরে এবার মনে হয়।
ছিল যখন অভাব ভালই ছিল স্বভাব,
সুখ ছিল অনেক শান্তি ভরা বিবেক।
আরাম নিদ্রা কিনতে আমি ঘুরি জগৎময়,
পীরের শিস্য বলছে জীবন হবে শান্তি ময়।
সুখী হতে চেয়ে যাই দুঃখের তরী বেয়ে,
কেউ ফেরেনি খালি হাতে আমার কাছে চেয়ে।
আমার কি দোষ ডেস্কের নীচে বান্ডিল রেখে দেয়
মিথ্যা বলে কামাই করা আমার স্বভাব নয়।
দূর করেছি ভয় হবেই এবার জয়।
ছাগল দিলাম কেটে গরু পাইনি হাটে,
টাকা হাজার ছয় হবেই এবার জয়।
আসে শুধুই বাঁধা খাটাই যতই মেধা,
জীবন বিষ ময় করতেই হবে জয়।
সত্য কথা বলি ন্যায়ের পথে চলি,
বিষণ্ণতা কাটবে এবার দূর হয়েছে ভয়।
এটাই পীরের মাজার মুরিদ হাজার হাজার,
দরকার হলে আরো দেবো অভাব নেই তো টাকার।
সূরে সূরে গায় দোয়া দিয়ে যায়,
শান্তি ফিরে আসবে ঘরে এবার মনে হয়।
ছিল যখন অভাব ভালই ছিল স্বভাব,
সুখ ছিল অনেক শান্তি ভরা বিবেক।
আরাম নিদ্রা কিনতে আমি ঘুরি জগৎময়,
পীরের শিস্য বলছে জীবন হবে শান্তি ময়।
সুখী হতে চেয়ে যাই দুঃখের তরী বেয়ে,
কেউ ফেরেনি খালি হাতে আমার কাছে চেয়ে।
আমার কি দোষ ডেস্কের নীচে বান্ডিল রেখে দেয়
মিথ্যা বলে কামাই করা আমার স্বভাব নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ খাঁন ০৮/০৭/২০১৮অন্যরকম...