সামঞ্জস্যতা
স্বাচ্ছন্দ্য নগ্নতায় তুমি বিষণ্ণ,
আমার বার্ধক্য আর তোমার তারুণ্য।
অপ্রকাশিত সুপ্ত প্রতিভা,
অন্তরে প্রজ্জলিত রক্তিম আভা।
যন্ত্রণা অসহনীয় বুক জুড়ে,
যৌবন উপভোগে তোমায় রেখেছে মুড়ে।
অধীর আগ্রহে সীমাহীন অপেক্ষায়,
ক্লান্তি ঘোচাতে বিশ্রামে নিদ্রায়।
হৃদয়ের তৃষ্ণায় ছটফট দেহ মন,
দৈহিক চাহিদায় তৃষিত সে গমন।
সততার লেজ ধরে বসে আমি রাতদিন,
শৌখিন শান্তিতে তুমি শোধ কর ঋণ।
বিতৃষ্ণা নিয়ে ঘরে ফেরা তোমাকে,
স্বাধীনতা হননে বাঁধা দেয় বিবেকে।
শুভকামনায় থাকি মিটে যাক তৃষ্ণা,
প্রনয়ের আসমানে শোভা পাক জোস্না।
তোমার ঐ দোলাতে আমি আজ অক্ষম,
সাধছিনা বাঁধ তাই কর যেটা উত্তম।
ভূল করে অনেকেই না বুঝে রহস্য,
বন্ধনে হোক বয়সের সামঞ্জস্য।
আমার বার্ধক্য আর তোমার তারুণ্য।
অপ্রকাশিত সুপ্ত প্রতিভা,
অন্তরে প্রজ্জলিত রক্তিম আভা।
যন্ত্রণা অসহনীয় বুক জুড়ে,
যৌবন উপভোগে তোমায় রেখেছে মুড়ে।
অধীর আগ্রহে সীমাহীন অপেক্ষায়,
ক্লান্তি ঘোচাতে বিশ্রামে নিদ্রায়।
হৃদয়ের তৃষ্ণায় ছটফট দেহ মন,
দৈহিক চাহিদায় তৃষিত সে গমন।
সততার লেজ ধরে বসে আমি রাতদিন,
শৌখিন শান্তিতে তুমি শোধ কর ঋণ।
বিতৃষ্ণা নিয়ে ঘরে ফেরা তোমাকে,
স্বাধীনতা হননে বাঁধা দেয় বিবেকে।
শুভকামনায় থাকি মিটে যাক তৃষ্ণা,
প্রনয়ের আসমানে শোভা পাক জোস্না।
তোমার ঐ দোলাতে আমি আজ অক্ষম,
সাধছিনা বাঁধ তাই কর যেটা উত্তম।
ভূল করে অনেকেই না বুঝে রহস্য,
বন্ধনে হোক বয়সের সামঞ্জস্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ০৯/০৭/২০১৮ভালো লাগল
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৭/২০১৮ভালো।
-
কামরুজ্জামান সাদ ০৯/০৭/২০১৮সামঞ্জস্যতা ফিরে আসুক সবখানে এই প্রত্যাশাই থাকল।