www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সে হল মাসুদ ভাই

সে হল মাসুদ ভাই-বিয়ে শুনে দূর ছাই
একা থাকা করেছে সে রপ্ত,
আসামি গান শোনে-হাঁটে পা গুনে গুনে
বিবাহ নাকি অভিশপ্ত।

লাঞ্চের পর পর-নিচে নামে হড়হড়
কলা আর রুটি খায় আরামে,
কলিগেরা বলে তার-বিয়ে করা দরকার
শুনে যেন মরে সে শরমে।

সে হল মাসুদ ভাই-কারো প্রতি রাগ নাই
পশু পাখী খুব ভাল বাসে সে,
নিষ্পাপ খোলা মন-স্বাস্থ্য সচেতন
হেঁটে আসে দূর হতে অফিসে।

তার মনে ঘৃণা কম-খুলবে সে আশ্রম
বঞ্চিত কুকুর আর বিড়ালের,
মানুষের উপকার-করে কি লাভ আর
মনুষ্যত্ব নেই তাহাদের।

মাঝে মাঝে রেগে যায় -মোশারফ খোঁচা দেয়
কবে করছেন স্যার বিয়েটা?
কবে হবে বৌভাত-মধুর বাসর রাত
খুব জ্বালাতন করে পাজীটা।

হায়রে মাসুদ ভাই-বউ ছাড়া কেউ নাই
মা জননী কত আর করবে?
না থাকলে ছেলেপুলে-কে খাওয়াবে গালে তুলে?
বুড়ো কালে রোগা হয়ে মরবে!

ভাই আমার মন ভোলা-ড্রয়ারে দিয়ে তালা
বার বার টেনে নিশ্চিন্ত,
কুকুর আর বিড়ালের-বিমানের ফ্লাইটের
ভিডিও দেখে দেখে ক্লান্ত।

আসলে মাসুদ ভাই-ভাল লোক একটাই
কাজ বেশী করে কথা কয় কম,
একটাই স্বপ্ন-দেখে দেখে রুগ্ন
কুকুর আর বিড়ালের আশ্রম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast