স্বার্থ
পর হয়ে যায় আপন
আপন ও হয় পর,
দায়িত্ব যাই ভূলে
ফলাই অধিকার।
পাহাড় ছুঁড়ায় আবাস
বৃক্ষ হল সাবাড়,
ব্যাথায় প্রেমের কাটল নেশা
হৃদয় হল উজাড়।
শূন্যে ভাসে মেঘ
মেঘের ভেলায় ভাসি,
ভিন্ন গ্রহে ঘর বাঁধতে
হচ্ছি অভিলাষী।
জীবন দিয়ে বাঁচি
তবু আসে মরণ,
সুখ ভুলে যাই অকপটে
রাখতে চাইনা স্মরণ।
দুঃখ আসল আপন
আপন কভু পর,
আপন ভাবে আমার কথা
পেলে অবসর।
আপন ও হয় পর,
দায়িত্ব যাই ভূলে
ফলাই অধিকার।
পাহাড় ছুঁড়ায় আবাস
বৃক্ষ হল সাবাড়,
ব্যাথায় প্রেমের কাটল নেশা
হৃদয় হল উজাড়।
শূন্যে ভাসে মেঘ
মেঘের ভেলায় ভাসি,
ভিন্ন গ্রহে ঘর বাঁধতে
হচ্ছি অভিলাষী।
জীবন দিয়ে বাঁচি
তবু আসে মরণ,
সুখ ভুলে যাই অকপটে
রাখতে চাইনা স্মরণ।
দুঃখ আসল আপন
আপন কভু পর,
আপন ভাবে আমার কথা
পেলে অবসর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ৩১/০৩/২০১৮Valo laglo
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩১/০৩/২০১৮ভাল লাগল
-
আব্দুল হক ৩০/০৩/২০১৮বেশ ভালো কথা!