স্বপ্ন চারিণী
আমার স্বপ্নে বিচরণ করে
তোমার ভালবাসা,
হয়তো জান না অন্তর জুড়ে
বাসা বাধে শত আশা
স্বপ্ন চারিণী তোমার কারণে
ছেড়েছি আপন ঘর,
হৃদয়ের নদী শুকিয়ে গিয়েছে
জেগেছে নতুন চর।
ঘর বেঁধেছি সেথায় স্বপ্নে
বসত তোমায় নিয়ে,
মধুময় স্মৃতি সারাক্ষণ যেন
গিয়েছে প্রাণটা ছুয়ে।
আশার আলো জ্বলেছে প্রাণে
স্বপ্নে তোমায় পেয়ে,
বাসনা আমার জেগেছে ভীষণ
বেদনা গিয়েছে ধুয়ে।
কখনো তুমি বোঝনি হয়তো
আমার প্রাণের চাওয়া,
ধন্য হয়েছে পেয়েছে জীবন
তোমার মায়াবী ছোয়া।
প্রার্থনা তাই আজীবন থেকো
জুড়ে আমার ভূবন,
এই মন চায় আমরণ শুধু
তোমায় করতে আপন।
তোমার ভালবাসা,
হয়তো জান না অন্তর জুড়ে
বাসা বাধে শত আশা
স্বপ্ন চারিণী তোমার কারণে
ছেড়েছি আপন ঘর,
হৃদয়ের নদী শুকিয়ে গিয়েছে
জেগেছে নতুন চর।
ঘর বেঁধেছি সেথায় স্বপ্নে
বসত তোমায় নিয়ে,
মধুময় স্মৃতি সারাক্ষণ যেন
গিয়েছে প্রাণটা ছুয়ে।
আশার আলো জ্বলেছে প্রাণে
স্বপ্নে তোমায় পেয়ে,
বাসনা আমার জেগেছে ভীষণ
বেদনা গিয়েছে ধুয়ে।
কখনো তুমি বোঝনি হয়তো
আমার প্রাণের চাওয়া,
ধন্য হয়েছে পেয়েছে জীবন
তোমার মায়াবী ছোয়া।
প্রার্থনা তাই আজীবন থেকো
জুড়ে আমার ভূবন,
এই মন চায় আমরণ শুধু
তোমায় করতে আপন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৫/২০১৮ভালো।