সাহস
শক্তি পেলাম ধন্য হলাম পেলাম প্রেরণা
শুভকামনায় পরিয়ে দিল জয়ের গহনা।
তোমার আলোয় ভরল উঠোন বইছে মৃদু বাতাস
সুগন্ধি ফুল ভরল বাগান ছড়ায় তারি সুবাস।
হাজার লক্ষ চেষ্টাতেও ভাঙ্গেনি যে ভুল
সংশোধনীর আঁধার তুমি জ্ঞানী অপ্রতুল।
রুদ্ধ দুয়ার খুলে দিলে অঢেল সাহস পাই
তোমার সূরে নির্ভীক কণ্ঠে জয়ের গীতি গাই।
আঁধার কালো কুসংস্কার করলে দূরীভূত
তারই ছন্দে হৃদয় আমার আবেগে আপ্লুত।
ভুল ধারণা ধরিয়ে দিয়ে দেখিয়ে নতুন পথ
নিরাপদে যাত্রা হল থেমে থাকা রথ।
ভেঙ্গে দিলে কঠিন নিয়মতন্ত্রের বেড়াজাল
হয়তো বন্দী দশায় থাকত নিয়ম চিরকাল।
জীবন দিয়েও শোধ হবে না তোমার এত ঋণ
স্বাধীনতার সুবাস পেলাম ছিলাম পরাধীন।
উদ্দীপনায় হৃদয় ভরো তুমি যুগে যুগে
নতুন আশায় বাঁচতে শেখাও মরছে যারা ধুকে।
সকল ভীতি দূর করে দেয় তোমার মধুর পরশ
তোমার অর্জন অক্ষত তাই পাচ্ছি আমি সাহস।
শুভকামনায় পরিয়ে দিল জয়ের গহনা।
তোমার আলোয় ভরল উঠোন বইছে মৃদু বাতাস
সুগন্ধি ফুল ভরল বাগান ছড়ায় তারি সুবাস।
হাজার লক্ষ চেষ্টাতেও ভাঙ্গেনি যে ভুল
সংশোধনীর আঁধার তুমি জ্ঞানী অপ্রতুল।
রুদ্ধ দুয়ার খুলে দিলে অঢেল সাহস পাই
তোমার সূরে নির্ভীক কণ্ঠে জয়ের গীতি গাই।
আঁধার কালো কুসংস্কার করলে দূরীভূত
তারই ছন্দে হৃদয় আমার আবেগে আপ্লুত।
ভুল ধারণা ধরিয়ে দিয়ে দেখিয়ে নতুন পথ
নিরাপদে যাত্রা হল থেমে থাকা রথ।
ভেঙ্গে দিলে কঠিন নিয়মতন্ত্রের বেড়াজাল
হয়তো বন্দী দশায় থাকত নিয়ম চিরকাল।
জীবন দিয়েও শোধ হবে না তোমার এত ঋণ
স্বাধীনতার সুবাস পেলাম ছিলাম পরাধীন।
উদ্দীপনায় হৃদয় ভরো তুমি যুগে যুগে
নতুন আশায় বাঁচতে শেখাও মরছে যারা ধুকে।
সকল ভীতি দূর করে দেয় তোমার মধুর পরশ
তোমার অর্জন অক্ষত তাই পাচ্ছি আমি সাহস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ১৬/০৫/২০১৮ভাল লাগলো।
-
suman ১৬/০৫/২০১৮সাবলিল অনুভুতির প্রকাশ ......