সাদা আর কালো
সাদা আর কালো,
প্রশ্নের ঝড় তোলে
কে কত ভালো।
উত্তর খোঁজে,
মনে করে দুজনেই
খুব বেশী বোঝে।
সাদা করে বসে দাবি
আমি ডেকে আনি রবি,
রৌদ্রের যাদু দিয়ে
জন্মাই বল।
জলে উত্তাপ মেরে
আকাশের কাঁধে করে,
বৃষ্টির ফোঁটা ফেলে
ফলাই ফসল।
ক্লান্ত হয়ে রবি
ঘুমায় যখন
পূর্ণিমা চাঁদ হয়ে
আকাশের বুকে রয়ে
জোসনার বান মেরে
রাত করি বশ,
মিটিমিটি তারা হয়ে
সারা প্রান্তর ছুয়ে
ফুলের সুবাস দিয়ে
ভরি চারপাশ।
কালো বলে হেসে,
তুমি কি ভিড়তে পারো
মোর চারিপাশে?
সূর্যের হতে তুমি
করে আলো ধার,
বড়াইয়ের কত কথা
বল বার বার।
রাত্রির নীরবতা
আমাকে ঘিরেই,
ক্লান্তি হটাতে লোকে
চায় আমাকেই।
হাজারো ব্যস্ততায়
ক্লান্ত যখন,
সকলের চোখে ঘুম
আমিই তখন।
আঁধার নামিয়ে দিয়ে
চারিপাশ ঢাকি,
কামনার প্রেমে ধরা
মাতিয়ে রাখি।
সেই প্রেমে জন্মায়
লাখো কোটি প্রাণ,
শুন্যতা ঘুঁচিয়ে
আমি বলিয়ান।
রাত্রির কোলে ঢলে
পরিণয়ে মাতে বলে
ফুলে ফলে ভরে
এই ভবের বাগান।
আমি কালো আছি বলে
আনন্দে প্রাণ খুলে,
আরামে ঘুমায় কোলে
সব প্রিয়জন।
অবশেষে দুজনেই
মেনে নেয় হার
একে অপরের সুখে
কান পেতে শোনে বুকে
প্রত্যেকে নিজেদের
খুব দরকার।
প্রশ্নের ঝড় তোলে
কে কত ভালো।
উত্তর খোঁজে,
মনে করে দুজনেই
খুব বেশী বোঝে।
সাদা করে বসে দাবি
আমি ডেকে আনি রবি,
রৌদ্রের যাদু দিয়ে
জন্মাই বল।
জলে উত্তাপ মেরে
আকাশের কাঁধে করে,
বৃষ্টির ফোঁটা ফেলে
ফলাই ফসল।
ক্লান্ত হয়ে রবি
ঘুমায় যখন
পূর্ণিমা চাঁদ হয়ে
আকাশের বুকে রয়ে
জোসনার বান মেরে
রাত করি বশ,
মিটিমিটি তারা হয়ে
সারা প্রান্তর ছুয়ে
ফুলের সুবাস দিয়ে
ভরি চারপাশ।
কালো বলে হেসে,
তুমি কি ভিড়তে পারো
মোর চারিপাশে?
সূর্যের হতে তুমি
করে আলো ধার,
বড়াইয়ের কত কথা
বল বার বার।
রাত্রির নীরবতা
আমাকে ঘিরেই,
ক্লান্তি হটাতে লোকে
চায় আমাকেই।
হাজারো ব্যস্ততায়
ক্লান্ত যখন,
সকলের চোখে ঘুম
আমিই তখন।
আঁধার নামিয়ে দিয়ে
চারিপাশ ঢাকি,
কামনার প্রেমে ধরা
মাতিয়ে রাখি।
সেই প্রেমে জন্মায়
লাখো কোটি প্রাণ,
শুন্যতা ঘুঁচিয়ে
আমি বলিয়ান।
রাত্রির কোলে ঢলে
পরিণয়ে মাতে বলে
ফুলে ফলে ভরে
এই ভবের বাগান।
আমি কালো আছি বলে
আনন্দে প্রাণ খুলে,
আরামে ঘুমায় কোলে
সব প্রিয়জন।
অবশেষে দুজনেই
মেনে নেয় হার
একে অপরের সুখে
কান পেতে শোনে বুকে
প্রত্যেকে নিজেদের
খুব দরকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ২৪/০৪/২০১৮সুন্দর লেখা