রহস্যময় হৃদয়
এই বলছ বেড়াতে যাবে
এই করছ শপিং,
আবার কখনো চোখ ফাঁকি দিয়ে
আরামে মারছ ডেটিং।
তখন বললে ফুচকা খাবে
এখন বলছ গ্রীল,
আশ্চর্য ঐ মনের ভাষা
করতে পারি না ফীল।
সেদিন বলেছ ড্রেস কিনতে
আজকে করছ মানা,
আসলে তোমার মন যে কি চায়
আছে কি তোমার জানা?
চেয়েছিলে ফোন দিয়েছি কিনে
আবার বলছ ট্যাব,
চুল পেকে গেল জানা হল না
উদাসী মনের ভাব।
স্ট্যাটাস দিয়েছ ফেসবুকেতে
করবে না আর বায়না,
দুর্ভিক্ষে মরে আমার পকেট
ভাবার সময় হয়না!
ক্লাসমেটের বোনের বান্ধবীর বিয়ে
চিনিও না তাকে আমি,
এক গাদা টাকা খরচা করে
গিফট দিয়েছ দামী।
তার পরও কেন মুখ ভার থাকে
কিসে অভিমান উদয়?
আমার বাবার দাদাও বোঝেনি
কি চায় নারীর হৃদয়!
এই করছ শপিং,
আবার কখনো চোখ ফাঁকি দিয়ে
আরামে মারছ ডেটিং।
তখন বললে ফুচকা খাবে
এখন বলছ গ্রীল,
আশ্চর্য ঐ মনের ভাষা
করতে পারি না ফীল।
সেদিন বলেছ ড্রেস কিনতে
আজকে করছ মানা,
আসলে তোমার মন যে কি চায়
আছে কি তোমার জানা?
চেয়েছিলে ফোন দিয়েছি কিনে
আবার বলছ ট্যাব,
চুল পেকে গেল জানা হল না
উদাসী মনের ভাব।
স্ট্যাটাস দিয়েছ ফেসবুকেতে
করবে না আর বায়না,
দুর্ভিক্ষে মরে আমার পকেট
ভাবার সময় হয়না!
ক্লাসমেটের বোনের বান্ধবীর বিয়ে
চিনিও না তাকে আমি,
এক গাদা টাকা খরচা করে
গিফট দিয়েছ দামী।
তার পরও কেন মুখ ভার থাকে
কিসে অভিমান উদয়?
আমার বাবার দাদাও বোঝেনি
কি চায় নারীর হৃদয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ০২/০৬/২০১৮বেশ অলংকার দিয়ে মোড়ানা কবিতা।