www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রহস্যময় ভালোবাসা

তবুও বুঝবে না ভালোবাসা কাকে বলে-
সম্মতির অপেক্ষায় নির্ভীক ছুটে যাওয়া,
কখন যে হৃদয়টা হয়ে যায় ক্রীতদাস।
জানাতে পারবে না কোনদিন নিজেকে-
কোনদিন কেউ জানবে না সামান্য উপস্থিতি,
নিস্তব্ধ নিথর করে প্রসন্ন হৃদয়কে।
অবজ্ঞা মধুর সূরে কাছে টানে,
বিভোর করে ফেলে- ছুঁড়ে দেয় স্রোতের মুখে।
তারপর উড়ে যায় গাংচিল,
ভেসে ওঠে ঝকঝকে চাঁদ।
গড়ে ওঠে যান্ত্রিক নগর,
লেখা হয় লক্ষ-কোটি কবিতা।
তবুও ঢেকে থাকে রহস্যের আঁধারে,
ভালোবাসা কি কিভাবে সে পথ চলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast