রহস্য
একবার শুধু যদি
নিজ মুখে বলতে,
আজীবন ধরে ভেবে
হত না গো বুঝতে।
মায়াবী ও চাহনির
গম্ভীর চেহারায়,
ভাবনাতে কি আছে
নয়নে তা দেখা দেয়।
ধারনার উপরে
করা যায় নির্ভর,
যদি থাকে সবকিছু
বুঝে নেবার অধিকার।
অন্তর জুড়ে থাকে
শাশ্বত ভাবনা,
কখনো যা বলোনি তা
নয় আর অজানা।
অভিমান ভাঙ্গাতে
প্রাণপণ চেষ্টা,
পারবেনা মেটাতে
সীমাহীন তেষ্টা।
রাশি রাশি চাহিদার
আবদার মেটাতে,
বাধ্য হয়েছি
সবকিছু হারাতে।
অশালীন বাক্যের
ভয়ে থাকি সারাক্ষণ,
কখনো বা নীরবে
তাও সয়ে যায় মন।
তবু কি যে চাও তুমি
মুখে কভু বল না,
হৃদয়ের গভীরতা
সে নিজেই বোঝে না।
এভাবেই ভেবে ভেবে
বয়সটা হয় পার,
বোঝা হয়ে উঠে না
কোন দিন যেন আর।
নিজ মুখে বলতে,
আজীবন ধরে ভেবে
হত না গো বুঝতে।
মায়াবী ও চাহনির
গম্ভীর চেহারায়,
ভাবনাতে কি আছে
নয়নে তা দেখা দেয়।
ধারনার উপরে
করা যায় নির্ভর,
যদি থাকে সবকিছু
বুঝে নেবার অধিকার।
অন্তর জুড়ে থাকে
শাশ্বত ভাবনা,
কখনো যা বলোনি তা
নয় আর অজানা।
অভিমান ভাঙ্গাতে
প্রাণপণ চেষ্টা,
পারবেনা মেটাতে
সীমাহীন তেষ্টা।
রাশি রাশি চাহিদার
আবদার মেটাতে,
বাধ্য হয়েছি
সবকিছু হারাতে।
অশালীন বাক্যের
ভয়ে থাকি সারাক্ষণ,
কখনো বা নীরবে
তাও সয়ে যায় মন।
তবু কি যে চাও তুমি
মুখে কভু বল না,
হৃদয়ের গভীরতা
সে নিজেই বোঝে না।
এভাবেই ভেবে ভেবে
বয়সটা হয় পার,
বোঝা হয়ে উঠে না
কোন দিন যেন আর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ২০/০৪/২০১৮সাধারন শব্দের পাশাপাশি আরও অনেক শব্দের ভাণ্ডার যোগ করতে হবে বলে আমি মনে করি। শুভকামনা রইল প্রিয় কবি।