রাত্রির জড়তা
স্নিগ্ধ সুবাসে, ভাবনার আকাশে।
এলোকেশী গন্ধে, নাচে মন ছন্দে।
কামুকী চাহনি, কি চায় বুঝিনি।
ভূগে দ্বিধা দন্ধে, ভাবি স্বাচ্ছন্দ্যে।
বিবেকের পরিতাপ, জন্মের অভিশাপ।
স্বপ্নের কালো ছায়া, অন্তরে জমা মায়া।
প্রত্যয় মজবুত, কল্পনা অদ্ভুদ।
বচনের ভঙ্গী, নিত্যই সঙ্গী।
আবেগি রোজগার, চুপি চুপি অভিসার।
ছলনার মায়াজাল, প্রীতের জঞ্জাল।
পৃথিবীর সব মায়া, রুপভরা জলছায়া।
অনুরাগী প্রত্যয়, দূরত্বে সংশয়।
মুক্তঝরা হাসি, হতে চায় পরবাসী।
কামনার ছন্দ, ছুয়ে যায় প্রান্ত।
নিভৃতে জল্পনা, অবান্তর কল্পনা।
নিঃশ্বাসে জড়িয়ে, আঁখিজল গঁড়িয়ে।
কম্পিত স্পর্শ, শান্তির উৎস।
যৌথ পরশে, মেতে উঠি সাহসে।
সুগন্ধি মোহিনী, ভরে দিল রজনী।
মোহের সে মিলনে, বেঁধেছিল যতনে।
অগোছালো শয্যা, ভেঙ্গে দিল লজ্জা।
রাত্রির জড়তা, শুনিয়েছে বার্তা।
এলোকেশী গন্ধে, নাচে মন ছন্দে।
কামুকী চাহনি, কি চায় বুঝিনি।
ভূগে দ্বিধা দন্ধে, ভাবি স্বাচ্ছন্দ্যে।
বিবেকের পরিতাপ, জন্মের অভিশাপ।
স্বপ্নের কালো ছায়া, অন্তরে জমা মায়া।
প্রত্যয় মজবুত, কল্পনা অদ্ভুদ।
বচনের ভঙ্গী, নিত্যই সঙ্গী।
আবেগি রোজগার, চুপি চুপি অভিসার।
ছলনার মায়াজাল, প্রীতের জঞ্জাল।
পৃথিবীর সব মায়া, রুপভরা জলছায়া।
অনুরাগী প্রত্যয়, দূরত্বে সংশয়।
মুক্তঝরা হাসি, হতে চায় পরবাসী।
কামনার ছন্দ, ছুয়ে যায় প্রান্ত।
নিভৃতে জল্পনা, অবান্তর কল্পনা।
নিঃশ্বাসে জড়িয়ে, আঁখিজল গঁড়িয়ে।
কম্পিত স্পর্শ, শান্তির উৎস।
যৌথ পরশে, মেতে উঠি সাহসে।
সুগন্ধি মোহিনী, ভরে দিল রজনী।
মোহের সে মিলনে, বেঁধেছিল যতনে।
অগোছালো শয্যা, ভেঙ্গে দিল লজ্জা।
রাত্রির জড়তা, শুনিয়েছে বার্তা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজি.শেখ ফরিদ ২৪/০৪/২০১৮বেশ ভাল