পূর্বাভাস
আমি দেখতে চাই না
এমন তারুন্য,
যে তারুন্য মাথা নত করে
স্বেচ্ছাচারীর কাছে।
নিজের প্রতিভা আর
উদ্যমী বুদ্ধিমত্তাকে,
অর্থের বিনিময়ে বিক্রি করে
দাসত্ব শুরু করে দেয়।
যাদের বিচক্ষণতার উপর
নির্ভরশীল অনাগত ভবিষ্যৎ,
হিংসাত্মক মনোভাব হীন
সুন্দর পরিচ্ছন্ন পৃথিবী।
তাঁদের মস্তিষ্ক বিক্রির
এই প্রতিযোগিতা,
আমাকে ধ্বংসলীলার
পূর্বাভাস শুনিয়ে যায়।
এমন তারুন্য,
যে তারুন্য মাথা নত করে
স্বেচ্ছাচারীর কাছে।
নিজের প্রতিভা আর
উদ্যমী বুদ্ধিমত্তাকে,
অর্থের বিনিময়ে বিক্রি করে
দাসত্ব শুরু করে দেয়।
যাদের বিচক্ষণতার উপর
নির্ভরশীল অনাগত ভবিষ্যৎ,
হিংসাত্মক মনোভাব হীন
সুন্দর পরিচ্ছন্ন পৃথিবী।
তাঁদের মস্তিষ্ক বিক্রির
এই প্রতিযোগিতা,
আমাকে ধ্বংসলীলার
পূর্বাভাস শুনিয়ে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৫/০৯/২০১৮প্রদিবাদী কবিতা, মুগ্ধ হলাম কবি।
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ২৪/০৯/২০১৮biplobi kobita
-
আব্দুল হক ২৪/০৯/২০১৮বেশ ভালো লাগল।
-
আলো ২৪/০৯/২০১৮সুন্দর