পুণ্য স্মৃতি
একদিন তুমি চলে যাবে
সব মৃতের মত,
সবার মনে তোমার স্মৃতি
এমনি হবে গত।
তোমারও থাকবে কাঁদার মত
আপন দু একজন,
তেমন থাকবে দোষ ত্রুটি
ছড়াবে গুঞ্জন।
যদি থাকে সবার মনে
তোমার প্রতি ঘৃণা,
তুমি গেলেও সবার কাছে
যাবে সেটা জানা।
হয়তো দু দিন কাঁদবে সবাই
মুছবে চোখের জল,
অপকর্মের জুটবে গালি
ক্ষণিক কোলাহল।
যখন থাকবে লোকের প্রাণে
তোমার প্রতি মায়া,
হাজার বছর পরেও রবে
সে মমতার ছায়া।
বদলে যাবে রীতিনীতি
বদলে যাবে সমাজ,
কিন্তু সবার মনে রবে
তোমার পুণ্য কাজ।
সব মৃতের মত,
সবার মনে তোমার স্মৃতি
এমনি হবে গত।
তোমারও থাকবে কাঁদার মত
আপন দু একজন,
তেমন থাকবে দোষ ত্রুটি
ছড়াবে গুঞ্জন।
যদি থাকে সবার মনে
তোমার প্রতি ঘৃণা,
তুমি গেলেও সবার কাছে
যাবে সেটা জানা।
হয়তো দু দিন কাঁদবে সবাই
মুছবে চোখের জল,
অপকর্মের জুটবে গালি
ক্ষণিক কোলাহল।
যখন থাকবে লোকের প্রাণে
তোমার প্রতি মায়া,
হাজার বছর পরেও রবে
সে মমতার ছায়া।
বদলে যাবে রীতিনীতি
বদলে যাবে সমাজ,
কিন্তু সবার মনে রবে
তোমার পুণ্য কাজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ২৫/০৬/২০১৮মমতা থাকুক কবি
-
তরুণ কান্তি ১৮/০৬/২০১৮প্রিয় কবিবর, চমৎকার!! চমৎকার!! খুব সুন্দর লিখেছেন।
-
আব্দুল হক ১৫/০৬/২০১৮লিখা চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ
-
পবিত্র চক্রবর্তী ১৪/০৬/২০১৮সুন্দর হয়েছে
-
সাঁঝের তারা ১৪/০৬/২০১৮খুব সুন্দর