প্রয়োজন
আজ তা মূল্যহীন ফুরিয়ে গেছে যার প্রয়োজনীয়তা
জগতের বিচারে মূল্যহীন আজ প্রতিভা আর যোগ্যতা।
বিনিময় খোঁজে লোকে পেতে চায় প্রতিদান
যুক্তির বিচারে হার মানে অভিমান।
সাময়িক মোহ আর বিলাসী প্রহরে
আশা বেঁধে রেখেছে সকলের জঠরে।
বিকাশের আশাতে প্রতিভার স্পন্দন
হৃদয়ের এক কোনে নিষ্ঠুর ক্রন্দন।
অনাদরে বেজেছে কি করুন বাদ্য
গদ্যের আড়ালে ঢেকে যায় পদ্য।
অযাচিত ক্ষুদ্ধ জিবনের পন্থা
তবু ভাগ্যের পরে শতভাগ আস্থা।
নেই প্রয়োজন আজ হয়েছে অযোগ্য
সকলে শুধুই চায় যা উপভোগ্য।
জঞ্জালে ভরে গেছে বিবেকের অন্তর
ধরণী তাই বুঝি বেদনার প্রান্তর।
এক কোনে পড়ে আছে যার নেই প্রয়োজন
ভুবনের কাছে যত করে যায় নিবেদন।
তত সে কোণঠাসা আর হয় সস্তা
প্রয়োজন মিটে গেলে ভোলে সে রাস্তা।
সময়ের ব্যবধানে প্রয়োজন বেড়ে যায়
দরকার মিটে গেলে ডাস্টবিনে পড়ে রয়।
অথচ কি বলে যায় আবেগীয় সত্ত্বা
কি যেন খুজে ফেরে বিদেহী আত্মা।
জগতের বিচারে মূল্যহীন আজ প্রতিভা আর যোগ্যতা।
বিনিময় খোঁজে লোকে পেতে চায় প্রতিদান
যুক্তির বিচারে হার মানে অভিমান।
সাময়িক মোহ আর বিলাসী প্রহরে
আশা বেঁধে রেখেছে সকলের জঠরে।
বিকাশের আশাতে প্রতিভার স্পন্দন
হৃদয়ের এক কোনে নিষ্ঠুর ক্রন্দন।
অনাদরে বেজেছে কি করুন বাদ্য
গদ্যের আড়ালে ঢেকে যায় পদ্য।
অযাচিত ক্ষুদ্ধ জিবনের পন্থা
তবু ভাগ্যের পরে শতভাগ আস্থা।
নেই প্রয়োজন আজ হয়েছে অযোগ্য
সকলে শুধুই চায় যা উপভোগ্য।
জঞ্জালে ভরে গেছে বিবেকের অন্তর
ধরণী তাই বুঝি বেদনার প্রান্তর।
এক কোনে পড়ে আছে যার নেই প্রয়োজন
ভুবনের কাছে যত করে যায় নিবেদন।
তত সে কোণঠাসা আর হয় সস্তা
প্রয়োজন মিটে গেলে ভোলে সে রাস্তা।
সময়ের ব্যবধানে প্রয়োজন বেড়ে যায়
দরকার মিটে গেলে ডাস্টবিনে পড়ে রয়।
অথচ কি বলে যায় আবেগীয় সত্ত্বা
কি যেন খুজে ফেরে বিদেহী আত্মা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাহমিদ জামান ১১/০৫/২০১৮আবেগ! আবেগ!
-
সাঁঝের তারা ১০/০৫/২০১৮অনবদ্য
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/০৫/২০১৮কবির আবেগ, ঐকান্তিকতা, রাগানুরাগ, প্রেম, বিরহ, আর রোমান্টিকতার এক দারুণ সংমিশ্রন।
ধন্যবাদ -
পবিত্র চক্রবর্তী ১০/০৫/২০১৮খোঁজে বেঁধে আবেগীয় বানান ঠিক করতে হবে । দ্বিতীয় অনুচ্ছেদ থেকে বক্তব্য এলোমেলো লাগছে । আজ আবার এমন হলো কেন ? আরেকটা কথা শব্দের রিপিট হয়েছে । এগুলো খেয়াল রাখতে হবে ॥