প্রভেদ
কোথাও অতি বৃষ্টি ঝরে বানে ভাসে ধরা,
আবার কোথাও খরতাপে প্রাণী পাগল পারা।
তুষার ঝড়ে কোথাও কোথাও জীবন বিপন্ন,
কোথাও দাবানলে জ্বলে সবুজ অরণ্য।
কেঁদে কেঁদে অশ্রু ফুরায় কোথাও হাসির ঢল,
কোথাও অন্ন পথের ধুলায় কোথাও অমিল জল।
খরস্রোতে কূল ভেঙে যায় কোথাও জাগে চর,
গাছতলাতে জীবন যাপন কারো বিশাল ঘর।
বিনিদ্র কেউ ওষুধ খেয়েও কারো এমনিই পায়,
খাবার জন্যই বাঁচে কেহ বাঁচার জন্য খায়।
লড়াই করে কোনমতে প্রাণটা ধরে রাখে,
কেহ মরার পরেও হাজার বছর বেঁচে থাকে।
ভুবন লোকে লোকারন্য মনের মানুষ নাই,
কেহ খুশী অল্প পেয়ে কারো অঢেল চাই।
নানান রঙের মানুষ তবু সবার রক্ত লাল,
অর্থ বিত্ত প্রিয় কারো ইবাদত সম্বল।
খালি হাতে আসা আবার যাওয়াও খালি হাতে,
তবু দু-হাত ভরে পেতে জাগা রোজ প্রভাতে।
ডিগ্রী নিয়েও জানেনা কেউ শিক্ষা কারে কয়,
আবার কেহ মূর্খ হলেও বিদ্বান পরিচয়।
আবার কোথাও খরতাপে প্রাণী পাগল পারা।
তুষার ঝড়ে কোথাও কোথাও জীবন বিপন্ন,
কোথাও দাবানলে জ্বলে সবুজ অরণ্য।
কেঁদে কেঁদে অশ্রু ফুরায় কোথাও হাসির ঢল,
কোথাও অন্ন পথের ধুলায় কোথাও অমিল জল।
খরস্রোতে কূল ভেঙে যায় কোথাও জাগে চর,
গাছতলাতে জীবন যাপন কারো বিশাল ঘর।
বিনিদ্র কেউ ওষুধ খেয়েও কারো এমনিই পায়,
খাবার জন্যই বাঁচে কেহ বাঁচার জন্য খায়।
লড়াই করে কোনমতে প্রাণটা ধরে রাখে,
কেহ মরার পরেও হাজার বছর বেঁচে থাকে।
ভুবন লোকে লোকারন্য মনের মানুষ নাই,
কেহ খুশী অল্প পেয়ে কারো অঢেল চাই।
নানান রঙের মানুষ তবু সবার রক্ত লাল,
অর্থ বিত্ত প্রিয় কারো ইবাদত সম্বল।
খালি হাতে আসা আবার যাওয়াও খালি হাতে,
তবু দু-হাত ভরে পেতে জাগা রোজ প্রভাতে।
ডিগ্রী নিয়েও জানেনা কেউ শিক্ষা কারে কয়,
আবার কেহ মূর্খ হলেও বিদ্বান পরিচয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২০/০২/২০১৯অনেক লিখেছেন।
-
মোঃ আবদুল্লাহ আল মামুন ১৯/০২/২০১৯দারুন
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০২/২০১৯ভালো।