প্রতিভা
তোমার ভেতরে বসত করে
সুপ্ত প্রতিভা,
বিকাশ ঘটাতে উদ্যত হয়
রঙ্গিন রুপের আভা।
শান্তি দিয়ে ক্লান্তি হয়তো
করবে দূরীভূত,
চরম্পন্থায় নিমজ্জিত
সত্য বহির্ভূত।
পদতলে পিষে বলে
মূল্য কত চাই?
প্রতিভা কি মানবে কভু
অর্থ বিত্তের দোহাই?
সৃষ্টি কর্তার সৃষ্ট আত্মা
বসত তার ভেতর,
পবিত্রময় জ্ঞানী লোকে
বোঝে তার কদর।
বড্ড শরম টাকার গরম
কিনতে তারে চায়,
মহান স্রষ্টার সৃষ্টি কভু
বিক্রি হবার নয়।
সুপ্ত প্রতিভা,
বিকাশ ঘটাতে উদ্যত হয়
রঙ্গিন রুপের আভা।
শান্তি দিয়ে ক্লান্তি হয়তো
করবে দূরীভূত,
চরম্পন্থায় নিমজ্জিত
সত্য বহির্ভূত।
পদতলে পিষে বলে
মূল্য কত চাই?
প্রতিভা কি মানবে কভু
অর্থ বিত্তের দোহাই?
সৃষ্টি কর্তার সৃষ্ট আত্মা
বসত তার ভেতর,
পবিত্রময় জ্ঞানী লোকে
বোঝে তার কদর।
বড্ড শরম টাকার গরম
কিনতে তারে চায়,
মহান স্রষ্টার সৃষ্টি কভু
বিক্রি হবার নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৬/০৫/২০১৮
-
পবিত্র চক্রবর্তী ০৬/০৫/২০১৮ভালো লাগলো । তবে ২য় অনুচ্ছেদের দ্বিতীয় ও একই অনুচ্ছেদের শেষ লাইনে জিজ্ঞাসা চিহ্ন বসবে কিনা একটু দেখ ॥
এক অনবদ্য কম্পোজিশন