প্রতিপক্ষ
চারিদিকে করি আজ লক্ষ্য,
ফাঁদ পেতে আছে প্রতিপক্ষ।
করছে সুযোগের সন্ধান,
দিতে চায় কর্মের প্রতিদান।
রাস্তা অফিস নিজ কক্ষ,
সব খানে আছে প্রতিপক্ষ।
দিয়েছি বিবেকের বলিদান,
তাই ওরা খুঁজে ফেরে সারাক্ষণ।
আমি আঁকড়ে নিজ স্বার্থ,
আজীবন জমিয়েছি অর্থ।
পেয়েছি যথেষ্ট সম্মান,
সামনে শুনি শত গুনগান।
ঘৃণ্য পশু বলে আড়ালে,
অতিষ্ঠ হয়েছে সকলে।
লোভে পড়ে প্রতিজ্ঞা ভেঙ্গেছি,
ধন গড়ে সুখী হতে চেয়েছি।
বুঝিনি তখন সুখ ধনে নয়,
মানুষের আসল সুখ মনে রয়।
বিবেক শোনায় নীতি বাক্য,
নিজেই নিজের প্রতিপক্ষ।
ফাঁদ পেতে আছে প্রতিপক্ষ।
করছে সুযোগের সন্ধান,
দিতে চায় কর্মের প্রতিদান।
রাস্তা অফিস নিজ কক্ষ,
সব খানে আছে প্রতিপক্ষ।
দিয়েছি বিবেকের বলিদান,
তাই ওরা খুঁজে ফেরে সারাক্ষণ।
আমি আঁকড়ে নিজ স্বার্থ,
আজীবন জমিয়েছি অর্থ।
পেয়েছি যথেষ্ট সম্মান,
সামনে শুনি শত গুনগান।
ঘৃণ্য পশু বলে আড়ালে,
অতিষ্ঠ হয়েছে সকলে।
লোভে পড়ে প্রতিজ্ঞা ভেঙ্গেছি,
ধন গড়ে সুখী হতে চেয়েছি।
বুঝিনি তখন সুখ ধনে নয়,
মানুষের আসল সুখ মনে রয়।
বিবেক শোনায় নীতি বাক্য,
নিজেই নিজের প্রতিপক্ষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১২/০৮/২০১৮সুন্দর।শুভ কামনা রইল।
-
মীর মুহাম্মাদ আলী ১১/০৮/২০১৮পড়ে ভালো লাগলো।