প্রতিনিধি
ঢাকতে নিজের কলঙ্ক,
সৃষ্টি করি আতঙ্ক।
যে জন আমার অনুসারী,
তার ব্যাপারে খেয়াল করি।
বাকি সবাই রসাতলে,
ডুবে মরুক হাঁটু জলে।
ভোটের পরে কিসের ভাই,
কথা শোনার সময় নাই।
সময় ঘুরে আবার ভোট,
মিষ্টি বুলি শোনায় ঠোট।
শরীরটা ঠিক আছে কী না?
সবাই সমান কিসের ঘৃণা?
ছি ছি যারে কোলাকুলি,
হাসি শুনেও গালাগালি।
পথ শিশু পাগলা বা কি,
সবি এক নজরে দেখি।
সবি তো ভাই স্বার্থ খেলা,
শেষ হয়েছে ভোটের বেলা।
এখন আমি বেজায় ব্যস্ত,
আগে থাকি নিজে সুস্থ।
সৃষ্টি করি আতঙ্ক।
যে জন আমার অনুসারী,
তার ব্যাপারে খেয়াল করি।
বাকি সবাই রসাতলে,
ডুবে মরুক হাঁটু জলে।
ভোটের পরে কিসের ভাই,
কথা শোনার সময় নাই।
সময় ঘুরে আবার ভোট,
মিষ্টি বুলি শোনায় ঠোট।
শরীরটা ঠিক আছে কী না?
সবাই সমান কিসের ঘৃণা?
ছি ছি যারে কোলাকুলি,
হাসি শুনেও গালাগালি।
পথ শিশু পাগলা বা কি,
সবি এক নজরে দেখি।
সবি তো ভাই স্বার্থ খেলা,
শেষ হয়েছে ভোটের বেলা।
এখন আমি বেজায় ব্যস্ত,
আগে থাকি নিজে সুস্থ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৯/০৮/২০১৮লিখা বেশ , ভালো লাগল, ধন্যবাদ!
-
মধু মঙ্গল সিনহা ০৮/০৮/২০১৮চমৎকার!অনেক ধন্যবাদ...