প্রতিমুখ
কৃতিত্ব ছিল কার
কে নিল পুরস্কার ?
কে করে অন্যায়
কে সয় অবিচার ?
ধুলো মাখা পথে বসে
উম্মাদ যায় হেসে,
কেন এত ভেদাভেদ
কেউ নেই কারো পাশে?
কোনটা প্রকৃত
কোনটা অভিনয়,
গুজবের ভিড়েতে
বুঝে ওঠা হল দায়।
কার সংসারে এসে
কে ঘর করছে ?
কার উপরে ক্রোধ ছিল
কার চুল ছিড়ছে ?
পাপী বাচে দিব্যি
নিষ্পাপ মার খায়,
সত্য বলে যে
সব দোষ তার গায়।
কে নিল পুরস্কার ?
কে করে অন্যায়
কে সয় অবিচার ?
ধুলো মাখা পথে বসে
উম্মাদ যায় হেসে,
কেন এত ভেদাভেদ
কেউ নেই কারো পাশে?
কোনটা প্রকৃত
কোনটা অভিনয়,
গুজবের ভিড়েতে
বুঝে ওঠা হল দায়।
কার সংসারে এসে
কে ঘর করছে ?
কার উপরে ক্রোধ ছিল
কার চুল ছিড়ছে ?
পাপী বাচে দিব্যি
নিষ্পাপ মার খায়,
সত্য বলে যে
সব দোষ তার গায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৭/০৮/২০১৮খুব ভাল লাগল। ধন্যবাদ বন্ধু ।
-
সুলতান মাহমুদ ০৬/০৮/২০১৮nice
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৬/০৮/২০১৮So nice! Go ahed