প্রতিবাদ
তুমি জান কি এই নারকীয় যজ্ঞের শেষ কোথায়?
পালিয়ে পালিয়ে আর কত দিন ঝিমোবে নির্ঘুম ভ্রাম্যমাণ বিছানায়?
বিবেকের তাড়নায় ঘর হারা যোদ্ধার চীৎকার শুনেছ?
প্রতিবাদী আত্মার আবরণে নিজেকে কেন ঢেকে রেখেছ?
পৃথিবী দেখেছে পলাতক তোমাতে সত্যের শক্তি,
মানবতা খুজেছে তোমার হুঙ্কারে বন্দীর মুক্তি।
প্রলয়ের বিপরীতে বলেছে তোমাকে মাথা তুলে দাড়াতে,
আহ্বান জানিয়েছে কোন মহাবীর বেশে দুটি হাত বাড়াতে।
দিন ভর আলো দিয়ে রক্তিম সূর্য যেই গেছে অস্ত,
পূর্ণিমা আলো হয়ে রাস্তা দেখাতে তুমি যদি হও ন্যস্ত।
হয়তো মিলবে তবে অনাচার হতে এই ভূবনের মুক্তি,
পলাতক হৃদয়কে আর কত দেখাবে বাঁচবার মিথ্যে যুক্তি?
পালাবার পথ কই দেয়ালে ঠেকেছে পীঠ তুমি আজ বন্ধি,
বীরের বেশেই হোক যদি হয় মরণের সাথে কভূ সন্ধি।
কাপুরুষ আত্মার আড়ালে লুকায়িত সিংহের হুঙ্কার,
শুনতে চেয়েছে ঐ বজ্র কণ্ঠে মুক্তির চীৎকার।
আর কত সইলে ভাঙবে তোমার বল ধৈর্যের সীমানা,
প্রতিবাদ লুকায়িত তোমার রক্তে তুমি জান না।
ছুয়েছে এ পৃথিবী ধ্বংসের ঐ শেষ প্রান্ত,
প্রতিবাদ তোমাতে জাগাতে চেয়ে আজ সেও যেন ক্লান্ত।
পালিয়ে পালিয়ে আর কত দিন ঝিমোবে নির্ঘুম ভ্রাম্যমাণ বিছানায়?
বিবেকের তাড়নায় ঘর হারা যোদ্ধার চীৎকার শুনেছ?
প্রতিবাদী আত্মার আবরণে নিজেকে কেন ঢেকে রেখেছ?
পৃথিবী দেখেছে পলাতক তোমাতে সত্যের শক্তি,
মানবতা খুজেছে তোমার হুঙ্কারে বন্দীর মুক্তি।
প্রলয়ের বিপরীতে বলেছে তোমাকে মাথা তুলে দাড়াতে,
আহ্বান জানিয়েছে কোন মহাবীর বেশে দুটি হাত বাড়াতে।
দিন ভর আলো দিয়ে রক্তিম সূর্য যেই গেছে অস্ত,
পূর্ণিমা আলো হয়ে রাস্তা দেখাতে তুমি যদি হও ন্যস্ত।
হয়তো মিলবে তবে অনাচার হতে এই ভূবনের মুক্তি,
পলাতক হৃদয়কে আর কত দেখাবে বাঁচবার মিথ্যে যুক্তি?
পালাবার পথ কই দেয়ালে ঠেকেছে পীঠ তুমি আজ বন্ধি,
বীরের বেশেই হোক যদি হয় মরণের সাথে কভূ সন্ধি।
কাপুরুষ আত্মার আড়ালে লুকায়িত সিংহের হুঙ্কার,
শুনতে চেয়েছে ঐ বজ্র কণ্ঠে মুক্তির চীৎকার।
আর কত সইলে ভাঙবে তোমার বল ধৈর্যের সীমানা,
প্রতিবাদ লুকায়িত তোমার রক্তে তুমি জান না।
ছুয়েছে এ পৃথিবী ধ্বংসের ঐ শেষ প্রান্ত,
প্রতিবাদ তোমাতে জাগাতে চেয়ে আজ সেও যেন ক্লান্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ০৪/০৬/২০১৮অসাধারণ প্রতিবাদ। ভাল থাকুন ও সঙ্গে থাকুন ।