প্রথম বৃষ্টি ফোঁটা
বেশ কিছুদিন পেরিয়ে গেছে পৃথক হবার পর,
সব কিছুতে পরিপূর্ণ শূন্য তবু ঘর!
রাত্রি দিনের বিভেদ যেমন আলো আঁধার কালো,
তেমনি তুমি বীণা আমার জীবন অগোছালো!
আজ এ মধুর পূর্ণিমাতে জ্যোৎস্না ভরা রাতে,
একলা নাকি কাটাও সময় প্রিয় কারো সাথে?
হাসলে গালে টোল পড়ে কি তোমার আগের মতন?
আমার কথা মনে পড়ে একলা থাকো যখন?
মনে পড়ে যেদিন প্রথম হয়েছিল দেখা?
কপাল জুড়ে পড়েছিল বিরক্তিকর রেখা।
বৃষ্টি ভেজা পাতলা কাপড় জড়িয়ে ছিলে গায়,
অবাক চোখে তাকিয়ে ছিলে মেহেদি রাঙা পায়।
আজকে যদি থাকতে পাশে গল্প হত কত,
কল্পনা নয় বাস্তবতায় তৃষ্ণা মিটে যেত।
হয়তো তাতে শুকিয়ে যেত বুকে হওয়া ক্ষত,
আর এ হৃদয় ভুলে যেত দুঃখ ব্যথা যত।
সেই সেখানে দাঁড়িয়ে আমার আজো মনে হয়,
বৃষ্টি ভিজে তুমি আছো আমার অপেক্ষায়।
মরিয়া হয়ে ঘর ছেড়ে আজ বাহির পানে ছোটা,
মেঘ জমেছে পড়ল বুঝি প্রথম বৃষ্টি ফোঁটা।
সব কিছুতে পরিপূর্ণ শূন্য তবু ঘর!
রাত্রি দিনের বিভেদ যেমন আলো আঁধার কালো,
তেমনি তুমি বীণা আমার জীবন অগোছালো!
আজ এ মধুর পূর্ণিমাতে জ্যোৎস্না ভরা রাতে,
একলা নাকি কাটাও সময় প্রিয় কারো সাথে?
হাসলে গালে টোল পড়ে কি তোমার আগের মতন?
আমার কথা মনে পড়ে একলা থাকো যখন?
মনে পড়ে যেদিন প্রথম হয়েছিল দেখা?
কপাল জুড়ে পড়েছিল বিরক্তিকর রেখা।
বৃষ্টি ভেজা পাতলা কাপড় জড়িয়ে ছিলে গায়,
অবাক চোখে তাকিয়ে ছিলে মেহেদি রাঙা পায়।
আজকে যদি থাকতে পাশে গল্প হত কত,
কল্পনা নয় বাস্তবতায় তৃষ্ণা মিটে যেত।
হয়তো তাতে শুকিয়ে যেত বুকে হওয়া ক্ষত,
আর এ হৃদয় ভুলে যেত দুঃখ ব্যথা যত।
সেই সেখানে দাঁড়িয়ে আমার আজো মনে হয়,
বৃষ্টি ভিজে তুমি আছো আমার অপেক্ষায়।
মরিয়া হয়ে ঘর ছেড়ে আজ বাহির পানে ছোটা,
মেঘ জমেছে পড়ল বুঝি প্রথম বৃষ্টি ফোঁটা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৩/২০১৯বেশ!
-
আব্দুল হক ০৫/০৩/২০১৯বেশ, ভালো