প্রতারণা
প্রতারণার ফাঁদ তুমি পেতেছো এমন,
ফেঁসে গিয়ে লোকে তা বুঝেছে এখন।
প্রলোভণে ফাঁসিয়ে নিলে যত টাকা,
তাতে আর হবে না কভূ সুখে থাকা।
ও টাকায় মাখা আছে শ্রমিকের ঘাম,
দীর্ঘশ্বাসে গড়া জীবনের দাম।
প্রতিটা মুদ্রাতে গরীবের রক্ত,
জীবনের মানে খোঁজা শত ব্যথা যুক্ত।
মিথ্যা প্রচারণা করে বিশ্বাস,
মেনে নিতে বাধ্য সর্বনাশ।
তোমার ঐ পয়সাতে জমা শত ক্লান্তি,
তাই কোনদিনও আর জুটবে না শান্তি।
মানুষের উপকারে যদি হয় কষ্ট,
নিশ্চুপ থেকে যাও কর না গো নষ্ট!
তোমার কারণে যদি আসে কারো চোখে জল,
আজীবন দুঃখ হবে তার ফলাফল!
সামান্য জীবনে কি আর দিবে ধন?
ধন নয় সুখ দেয় পবিত্র হলে মন।
এই ঘর ঘর নয় যদি থাকে জানা,
ক্ষণিকের জীবনে কেন প্রতারণা?
ফেঁসে গিয়ে লোকে তা বুঝেছে এখন।
প্রলোভণে ফাঁসিয়ে নিলে যত টাকা,
তাতে আর হবে না কভূ সুখে থাকা।
ও টাকায় মাখা আছে শ্রমিকের ঘাম,
দীর্ঘশ্বাসে গড়া জীবনের দাম।
প্রতিটা মুদ্রাতে গরীবের রক্ত,
জীবনের মানে খোঁজা শত ব্যথা যুক্ত।
মিথ্যা প্রচারণা করে বিশ্বাস,
মেনে নিতে বাধ্য সর্বনাশ।
তোমার ঐ পয়সাতে জমা শত ক্লান্তি,
তাই কোনদিনও আর জুটবে না শান্তি।
মানুষের উপকারে যদি হয় কষ্ট,
নিশ্চুপ থেকে যাও কর না গো নষ্ট!
তোমার কারণে যদি আসে কারো চোখে জল,
আজীবন দুঃখ হবে তার ফলাফল!
সামান্য জীবনে কি আর দিবে ধন?
ধন নয় সুখ দেয় পবিত্র হলে মন।
এই ঘর ঘর নয় যদি থাকে জানা,
ক্ষণিকের জীবনে কেন প্রতারণা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৩/০৫/২০১৮Verr good
-
দীপঙ্কর ঘোষ ২৩/০৫/২০১৮সুন্দর
-
কাজী জুবেরী মোস্তাক ২৩/০৫/২০১৮বাহ্ সুন্দর নির্মান
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৫/২০১৮মানুষের বোধোদয় হোক।