প্রকৃত প্রেম
যদি হয় প্রিয় হীন জীবন তোমার,
আর যদি না রয় হয়ে সহচর।
যদি তুমি ডাকলে না দেয় সাড়া,
বুঝে নিও ঐ প্রাণ পাথরেতে গড়া।
জীবনের পথ চলা নয় অভিনয়,
ত্রুটি বিচ্যুতি গুলো মেনে নিতে হয়।
ভালবাসা মজবুত হয় সাধনায়,
অভিমানে কেউ যদি দূরে সরে রয়।
তবে তারে সজতনে ডেকে নিও কাছে,
বেদনার পরে সুখ গচ্ছিত আছে।
দেহ তো কিছুই নয় প্রাণ মুখ্য,
অভিমানে প্রেম হয় পরিপক্ক।
হতে পারে সাময়িক মিছে ছলনা,
যাই হোক তাকে তুমি প্রেম বলনা।
প্রেম জাগে অন্তরে দেহ মাঝে নয়,
দেহের আকর্ষণ কামনাতে ক্ষয়।
আজীবন ধরে রেখে পবিত্রতা,
শরীরের নয় লাগে মনে যোগ্যতা।
পাথর কঠিন প্রাণ না দিলে মূল্য,
প্রেম নামে ধোকা দেয়া খুন সমতুল্য।
আর যদি না রয় হয়ে সহচর।
যদি তুমি ডাকলে না দেয় সাড়া,
বুঝে নিও ঐ প্রাণ পাথরেতে গড়া।
জীবনের পথ চলা নয় অভিনয়,
ত্রুটি বিচ্যুতি গুলো মেনে নিতে হয়।
ভালবাসা মজবুত হয় সাধনায়,
অভিমানে কেউ যদি দূরে সরে রয়।
তবে তারে সজতনে ডেকে নিও কাছে,
বেদনার পরে সুখ গচ্ছিত আছে।
দেহ তো কিছুই নয় প্রাণ মুখ্য,
অভিমানে প্রেম হয় পরিপক্ক।
হতে পারে সাময়িক মিছে ছলনা,
যাই হোক তাকে তুমি প্রেম বলনা।
প্রেম জাগে অন্তরে দেহ মাঝে নয়,
দেহের আকর্ষণ কামনাতে ক্ষয়।
আজীবন ধরে রেখে পবিত্রতা,
শরীরের নয় লাগে মনে যোগ্যতা।
পাথর কঠিন প্রাণ না দিলে মূল্য,
প্রেম নামে ধোকা দেয়া খুন সমতুল্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ১০/০৮/২০১৮সজতনে-সযতনে
-
অর্ক রায়হান ০৯/০৮/২০১৮বেশ।
-
নাদেরা ফারনাছ শিমূল ০৯/০৮/২০১৮আসাধারণ লিখেছেন কবি।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৮/২০১৮মানবিকতার সুর।
-
মধু মঙ্গল সিনহা ০৯/০৮/২০১৮দারুণ লিখেছেন।শুভ কামনা রইল।