প্রকৃত বন্ধু
সামনে তোমার দোষ ধরে যে আসল বন্ধু সে
বড় শত্রু আড়াল হতে দুর্নাম বলে যে।
চলার পথে অনেক আসে অনেক জনাই যায়,
প্রকৃত শুভাকাঙ্ক্ষী অন্তরে গেঁথে রয়।
খুশীর দিনে না চাইতেও মেলে অনেক সাথী,
সুযোগ বুঝে দূরে হটে বুঝে মতি গতি।
দুঃখের সময় নিঃস্বার্থে হাত বাড়িয়ে দেয়,
কষ্ট দেখে পাশে দাঁড়ায় বন্ধু তারে কয়।
কথায় আছে ভাত ছড়ালে হয় না কাকের অভাব,
দিনে দিনে হচ্ছে তেমন মানব জাতির স্বভাব।
আছে অঢেল দিচ্ছে তাকে নিচ্ছে টেনে কোলে,
সবাই তাকে করছে আপন প্রিয় বন্ধু বলে।
ধন থাকলে তোমার কাছে এসো বসি খাই,
তোমার যখন পকেট খালি কিসের বন্ধু ভাই?
অর্থ সকল সম্পর্ক করে রেখেছে বশ,
বিত্তশালীর মেলে শিক্ষা মেলে খ্যাতি যশ।
যখন তোমার দু হাত খালি ভাবছ জীবন নিয়ে,
সঙ্গ দিচ্ছে তখন তোমায় পরামর্শ দিয়ে।
সদা তোমার সুনাম বলে মিথ্যে নয় এক বিন্দু,
ভুল ধরিয়ে সঠিক শেখায় সেইতো আসল বন্ধু।
বড় শত্রু আড়াল হতে দুর্নাম বলে যে।
চলার পথে অনেক আসে অনেক জনাই যায়,
প্রকৃত শুভাকাঙ্ক্ষী অন্তরে গেঁথে রয়।
খুশীর দিনে না চাইতেও মেলে অনেক সাথী,
সুযোগ বুঝে দূরে হটে বুঝে মতি গতি।
দুঃখের সময় নিঃস্বার্থে হাত বাড়িয়ে দেয়,
কষ্ট দেখে পাশে দাঁড়ায় বন্ধু তারে কয়।
কথায় আছে ভাত ছড়ালে হয় না কাকের অভাব,
দিনে দিনে হচ্ছে তেমন মানব জাতির স্বভাব।
আছে অঢেল দিচ্ছে তাকে নিচ্ছে টেনে কোলে,
সবাই তাকে করছে আপন প্রিয় বন্ধু বলে।
ধন থাকলে তোমার কাছে এসো বসি খাই,
তোমার যখন পকেট খালি কিসের বন্ধু ভাই?
অর্থ সকল সম্পর্ক করে রেখেছে বশ,
বিত্তশালীর মেলে শিক্ষা মেলে খ্যাতি যশ।
যখন তোমার দু হাত খালি ভাবছ জীবন নিয়ে,
সঙ্গ দিচ্ছে তখন তোমায় পরামর্শ দিয়ে।
সদা তোমার সুনাম বলে মিথ্যে নয় এক বিন্দু,
ভুল ধরিয়ে সঠিক শেখায় সেইতো আসল বন্ধু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ০৮/০৬/২০১৮আসল বন্ধুর পরিচয় খুব সুন্দর করে তুলে ধরেছেন।ভালো,শুভ কামনা রইলো।
-
সাইদ খোকন নাজিরী ০৮/০৬/২০১৮অনেক ভাল হয়েছে।বরাবরের মত চালিয়ে যান।
-
পি পি আলী আকবর ০৭/০৬/২০১৮দারুণ