প্রকৃতির স্বাদ
তুমি তো ভাই চোখে কালো
চশমা পরে থাকো,
কঠিন পীড়ায় ভূগছে সমাজ
খানিক চেয়ে দ্যাখো।
আর কতকাল অন্ধ সেজে
করে যাবে ভান,
চিলে যে ভাই সত্যি এবার
নিয়ে গেল কান।
পথের পাশে দাঁড়িয়ে থাকা
বটগাছটা কাঁদে,
নিজের পায়ে কুড়াল মেরে
পড়ছ নিজের ফাঁদে?
আমার ছায়ায় শীতল হয়ে
আমায় উজাড় করে,
আমার বাতাস ফুরিয়ে গেলে
দাঁড়াবে কার দ্বারে?
করলে যদি ভরাট নদী
ফুরিয়ে গেলে পানি,
কোন সুজনে টানবে ভূমি
উর্বরতার ঘানি?
যান্ত্রিক উপায় অবলম্বন
করছ করে যাও,
প্রকৃতির অমৃত স্বাদ
তাতে কি আর পাও?
চশমা পরে থাকো,
কঠিন পীড়ায় ভূগছে সমাজ
খানিক চেয়ে দ্যাখো।
আর কতকাল অন্ধ সেজে
করে যাবে ভান,
চিলে যে ভাই সত্যি এবার
নিয়ে গেল কান।
পথের পাশে দাঁড়িয়ে থাকা
বটগাছটা কাঁদে,
নিজের পায়ে কুড়াল মেরে
পড়ছ নিজের ফাঁদে?
আমার ছায়ায় শীতল হয়ে
আমায় উজাড় করে,
আমার বাতাস ফুরিয়ে গেলে
দাঁড়াবে কার দ্বারে?
করলে যদি ভরাট নদী
ফুরিয়ে গেলে পানি,
কোন সুজনে টানবে ভূমি
উর্বরতার ঘানি?
যান্ত্রিক উপায় অবলম্বন
করছ করে যাও,
প্রকৃতির অমৃত স্বাদ
তাতে কি আর পাও?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ রোকনুজ্জামান রীপন ১৭/০৪/২০১৮কবিতাটি পাঠ করে মুগ্দ হলাম সত্যি অসাধারণ লিখেছেন
-
সাঁঝের তারা ১৬/০৪/২০১৮ভালো কবিতা ...
-
মুহঃ আবু তালেব ১৬/০৪/২০১৮কবিতা তো কবিরাই পড়তে জানে।। অন্যরা কবিতার মর্ম বোঝে না।
-
লিখন মাহমুদ ১৬/০৪/২০১৮বাস্তবচিত্র অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন কবিতার ভাষায়।
শুভেচ্ছা নিরন্তর কবি। -
আব্দুল হক ১৫/০৪/২০১৮বেশ ভালো লিখা ধদ্যবাদ!