www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রহসন

কত নৌকার মাঝি ছিল
ধানের শীষের কাণ্ডারি,
স্বর্গে যাবার টিকেট পেতে
ধরেছে বাবা ভাণ্ডারী।

কেউ ফেরে না খালি হাতে
খাজা বাবার দরবারে,
সমাধানের প্যাকেজ বেচার
পারমিশান দেয় সরকারে।

ফটোশপের সার্টিফিকেট এইট থেকে এম বি বি এস
নামের আগে শত টাইটেল ভরা সাইনবোর্ড,
খবর পেয়ে পুলিশ এসে খালি হাতে ফেরে শেষে
ব্যাক পকেটে গুজে দিলে গুটি কয়েক নোট।

জরা জীর্ণ রাস্তাঘাট আর
পড়ছে ভেঙ্গে স্কুল ঘর,
বাজেটে ভরে নেতার পকেট
উন্নয়নের কি দরকার।

সর্দি জরের রোগীর ওষুধ
আলট্রাসনো বায়োপসি,
আরো বলে সব খেয়ে নাও
সময় কিন্তু নেই বেশী।

ঝালমুড়ি খায় বইয়ের পাতায়
সাজেশানে সবার চোখ,
নামের বানান ভুল লিখে যায়
শিক্ষামন্ত্রী এমন লোক।

স্যারের হাতে ছাত্রী শিকার
মাছি মারে প্রশাসন,
মানুষ গুলো মেরে করে
অমানুষে প্রহসন।


বিঃ দ্রঃ- (বাস্তবতাকে রুপায়িত করতে কিছু সত্য উত্থাপন করেছি। কোন ব্যক্তি বা চরিত্রের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়।)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ ফাহাদ আলী ২৬/০৪/২০১৮
    বাস্তবতার সত্যতা আছে। এমন সাহসী লেখক দরকার।
  • সাহসিকতার একটি প্রয়াস । সত্যবাদী সর্বদা সাহসী হয় ।
    ধন্যবাদ এমন কবিতার জন্য কবিকে ।
  • অনেক শুভেচ্ছা।
  • ভালো তবে আরও ভালো হতে পারতো । বানানের দিকে একটু সতর্ক হতে হবে । বেঁচে না হয়ে বেচে হবে । ভূল হবে ভুল । তৃতীয় অনুচ্ছেদের ছন্দ কিছুটা বিঘ্নিত হয়েছে ॥
    • মূল্যবান পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
      ভবিষ্যতে আপনার কাছ থেকে এ ধরনের মন্তব্য কামনা করি ।
      ভাল থাকবেন সনসময়।
      • সবসময় হবে ভাই
 
Quantcast