প্রবাস থেকে পরকাল
কি বেদনার প্রবাস জীবন, জানে শুধু প্রবাসীর মন,
আপন জনার কথা ভেবে, ডুকরে কাঁদা যখন তখন!
যায় ভিজে যায় চোখের পাতা, জমা থাকে মনের কথা,
দিন চলে যায় ব্যস্ততাতে, রাত্রিগুলো সে শোক গাঁথা!
ঘামে ভেজা ক্লান্ত দেহ, মুছে দেবার নেইতো কেহ,
স্বপ্ন নিয়ে আছে বসে, সুদূর দেশে আদর স্নেহ!
বাবা মাকে বিদায় বলে, ছেলে মেয়ের কথা ভুলে,
প্রবাস কালে ব্যথায় কাঁদে, প্রিয়তমাও চোখের জলে!
হচ্ছে কথা টেলিফোনে, হাঁসি মুখে কান্না মনে,
শব্দ কানে ভেসে আসে, মায়া কি নাই তোমার প্রাণে?
এবার বাড়ি ফিরে এলে, বন্দী করব মনের জেলে,
দেবো না আর বিদেশ যেতে, বাসবো ভালো পরাণ খুলে।
এইতো মাত্র আর কটা দিন, সুখে জীবন হবে রঙিন,
ক্লান্ত মনের কান্না চেপে, শান্তনা দেয় সে প্রতিদিন!
ভুবন জুড়ে ঈদের খুশী, প্রবাসী যায় ঘামে ভাসি,
রুগ্ন দেহ ক্লান্ত শ্রমে, স্বপ্ন চোখে রাশি রাশি।
সেদিন হঠাৎ ফজর পড়ে, লোকে ভর্তি উঠোন জুড়ে,
চেতন হারায় প্রিয়তমা, ছেলে মেয়ে আছড়ে পড়ে!
হয়নি পূরণ মনের আশা, রইল জমা ভালোবাসা,
প্রবাস হতে পরপারে, প্রিয়তম বাঁধল বাসা!
আপন জনার কথা ভেবে, ডুকরে কাঁদা যখন তখন!
যায় ভিজে যায় চোখের পাতা, জমা থাকে মনের কথা,
দিন চলে যায় ব্যস্ততাতে, রাত্রিগুলো সে শোক গাঁথা!
ঘামে ভেজা ক্লান্ত দেহ, মুছে দেবার নেইতো কেহ,
স্বপ্ন নিয়ে আছে বসে, সুদূর দেশে আদর স্নেহ!
বাবা মাকে বিদায় বলে, ছেলে মেয়ের কথা ভুলে,
প্রবাস কালে ব্যথায় কাঁদে, প্রিয়তমাও চোখের জলে!
হচ্ছে কথা টেলিফোনে, হাঁসি মুখে কান্না মনে,
শব্দ কানে ভেসে আসে, মায়া কি নাই তোমার প্রাণে?
এবার বাড়ি ফিরে এলে, বন্দী করব মনের জেলে,
দেবো না আর বিদেশ যেতে, বাসবো ভালো পরাণ খুলে।
এইতো মাত্র আর কটা দিন, সুখে জীবন হবে রঙিন,
ক্লান্ত মনের কান্না চেপে, শান্তনা দেয় সে প্রতিদিন!
ভুবন জুড়ে ঈদের খুশী, প্রবাসী যায় ঘামে ভাসি,
রুগ্ন দেহ ক্লান্ত শ্রমে, স্বপ্ন চোখে রাশি রাশি।
সেদিন হঠাৎ ফজর পড়ে, লোকে ভর্তি উঠোন জুড়ে,
চেতন হারায় প্রিয়তমা, ছেলে মেয়ে আছড়ে পড়ে!
হয়নি পূরণ মনের আশা, রইল জমা ভালোবাসা,
প্রবাস হতে পরপারে, প্রিয়তম বাঁধল বাসা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুন্সি আব্দুল কাদির ২২/১২/২০১৮ভাল লাগল
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/১২/২০১৮nice
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১৯/১২/২০১৮বাস্তবধর্মী কবিতা
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১৯/১২/২০১৮বাস্তবধর্মী
-
ব্লগার মাহমুদুর রহমান ১৮/১২/২০১৮বেদনাদায়ক কবিতা।