প্রিয়জন
খেতে খেতে পপকর্ন,
দাদা চেপে দিলো হর্ন।
সিনেমাও হয়ে গেল শেষ,
লাগছিলো বেশ।
তারপর রেস্তোরা,
পানাহার ঘোরাফেরা।
মিললোনা সুযোগ অবশেষ,
বাড়ী যাই বেশ।
পার্কে পরের দিন,
কোলে মাথা মিনমিন।
ফিস ফিস আলাপন বাদামে,
তৃষ্ণা উঠে গেছে চরমে!
চারিদিক লোকে ঘেরা,
আচানক ঘোরা ফেরা।
সয়না যে দেরী আর সয়না,
হয়ে হয়ে সুযোগ আর হয় না!
ওইতো একটা ঝোপ,
উত্তেজনা ব্যপক।
তবে কেন অযথা দেরী আর,
সুযোগ তো আসবেনা বারবার!
লজ্জা ভেঙে গেল,
নিয়মিত শুরু হল।
ধীরে ধীরে লোপ পায় ভক্তি,
একদিন ভেঙে গেল চুক্তি।
নাকের ডগার পরে,
অন্যের হাত ধরে।
রোজ রোজ সেই করে বিচরন,
আমিও পেয়েছি খুঁজে প্রিয়জন!
দাদা চেপে দিলো হর্ন।
সিনেমাও হয়ে গেল শেষ,
লাগছিলো বেশ।
তারপর রেস্তোরা,
পানাহার ঘোরাফেরা।
মিললোনা সুযোগ অবশেষ,
বাড়ী যাই বেশ।
পার্কে পরের দিন,
কোলে মাথা মিনমিন।
ফিস ফিস আলাপন বাদামে,
তৃষ্ণা উঠে গেছে চরমে!
চারিদিক লোকে ঘেরা,
আচানক ঘোরা ফেরা।
সয়না যে দেরী আর সয়না,
হয়ে হয়ে সুযোগ আর হয় না!
ওইতো একটা ঝোপ,
উত্তেজনা ব্যপক।
তবে কেন অযথা দেরী আর,
সুযোগ তো আসবেনা বারবার!
লজ্জা ভেঙে গেল,
নিয়মিত শুরু হল।
ধীরে ধীরে লোপ পায় ভক্তি,
একদিন ভেঙে গেল চুক্তি।
নাকের ডগার পরে,
অন্যের হাত ধরে।
রোজ রোজ সেই করে বিচরন,
আমিও পেয়েছি খুঁজে প্রিয়জন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বশির আহমদ ২৯/০৪/২০১৯বাহবা বাহবা বেশ!
-
পি পি আলী আকবর ১৪/০৪/২০১৯ভালোই
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৪/২০১৯ভালো।