প্রীতির পবিত্রতা
মরার জন্য বাঁচে সবাই
আমি ও তাই বাঁচি,
জীবন থেকে অনেক দূরে
প্রাণের কাছাকাছি।
ফুলে সে রাত সাজিয়ে দিয়ে
ঘ্রাণে পূর্ণ এ প্রাণ,
শেষ রাত্রের ক্ষুদ্র ভুলে
নামিয়ে দিল শ্রাবণ।
দীর্ঘায়ু লাভ হবে প্রীতির
কঠিন জ্বালা সয়ে,
রাত পোহাবার আগে আমায়
গিয়েছে সে কয়ে।
সফল হবার আকাঙ্ক্ষাকে
দূরে রাখে কে বা,
ব্যর্থ হবার গ্লানি ধূতে
প্রীতির যত সেবা।
পবিত্রতার অধিকারটা
বৈধ হয় না কভু,
নীতির কাছে প্রেমপ্রীতি
হার মানে না তবু।
মরার জন্য বাঁচে সবাই
প্রীতি ও তাই বাঁচে,
পবিত্রতা হরণ করার
অধিকার তার আছে।
আমি ও তাই বাঁচি,
জীবন থেকে অনেক দূরে
প্রাণের কাছাকাছি।
ফুলে সে রাত সাজিয়ে দিয়ে
ঘ্রাণে পূর্ণ এ প্রাণ,
শেষ রাত্রের ক্ষুদ্র ভুলে
নামিয়ে দিল শ্রাবণ।
দীর্ঘায়ু লাভ হবে প্রীতির
কঠিন জ্বালা সয়ে,
রাত পোহাবার আগে আমায়
গিয়েছে সে কয়ে।
সফল হবার আকাঙ্ক্ষাকে
দূরে রাখে কে বা,
ব্যর্থ হবার গ্লানি ধূতে
প্রীতির যত সেবা।
পবিত্রতার অধিকারটা
বৈধ হয় না কভু,
নীতির কাছে প্রেমপ্রীতি
হার মানে না তবু।
মরার জন্য বাঁচে সবাই
প্রীতি ও তাই বাঁচে,
পবিত্রতা হরণ করার
অধিকার তার আছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান প্রমউখ ১৭/০৫/২০১৮অনবদ্য তার সামিল। যা ভাবনা'র দাবি।।
-
পি পি আলী আকবর ১৭/০৫/২০১৮অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৫/২০১৮ভালো।